ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

স্বর্গের প্রবেশদ্বার!

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, নভেম্বর ২০, ২০১৩
স্বর্গের প্রবেশদ্বার!

না, ঘাবড়ানোর কিছু নেই। স্বপ্নে স্বর্গ বহু দূর।

আর স্বর্গের সিঁড়ি! সে তো অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে স্বর্গীয় স্বাদ পাওযার সুযোগ রয়েছে। কবিও বলে গেছেন স্বর্গ নরক আছে পৃথিবীতেই। আমাদের পৃথিবীতে সত্যি এমন কিছু স্থান রয়েছে যেগুলো স্বর্গের মতো সুন্দর!

2m2
আর ভ্রমণপিপাসুদের জন্য চীন সত্যি একটি স্বর্গ। এর বিস্ময়, অলৌকিকতার যেন শেষ নেই। দেশটি প্রতি মুহূর্তে আপনাকে পরিচয় করাবে নতুনের সঙ্গে। তেমনই একটি জায়গা ‘গেট অব হ্যাভেন’ যাকে বাংলায় বলা যায় স্বর্গের প্রবেশদ্বার। সবচেয়ে মজার ব্যাপার আপনি নাকি সেখানে সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে পারবেন! আর গেলে নাকি আপনার মনে হবে জায়গাটির এ নাম স্বার্থক।

3m201
‘গেট অব হ্যাভেন’ পাহাড়ের বুকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গুহামুখের মতো স্থান। যাকে দূর থেকে রাজ-রাজড়াদের দরজার মতো দেখায়।   লাখ লাখ বছর ধরে পাথর ক্ষয়ে এটি তৈরি হয়েছে। এখান থেকে আকাশে চোখ রাখা দেশটির সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত বলে বিবেচিত হয়।

4m20
সত্যিকার অর্থে আপনি এখান থেকে হয়তো স্বর্গের ঠিকানা খুঁজে পাবেন না, যদি আপনি বিশ্বাস করেন স্বর্গ আছে। তবে স্বর্গীয় অনুভূতি বলতে যা বোঝায় তা আপনাকে এ স্থানটি দেবে। এটা পৃথিবীর এমন একটি স্থান যাকে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির স্বর্গ।

5m201
‘গেট অব হ্যাভেন’ চীনের উত্তরের হুনান প্রদেশে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই পর্বতারোহণের অভ্যাস থাকা জরুরি। কারণ লক্ষ্যে পৌঁছাতে আপনাকে ভাঙতে হবে ৯৯৯টি সিঁড়ি। আর এর আগে অন্য যাত্রাপথ তো আছেই।
62013
কিন্তু সুখের বিষয়, আপনি একবার কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারলে সব কষ্ট ভুলে যাবেন। স্বর্গের দরজা দিয়ে আসা আলো আপনাকে মোহিত করবে। আর ‘গেট অব হ্যাভেন’ দিয়ে যখন আপনি বিস্তৃত দৃশ্য দেখবেন তখন আপনিও হয়তো বলে উঠবেন, হুর রে...এটাই পৃথিবীর স্বর্গ!

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।