বিমানবন্দর ছেড়ে উড়োজাহাজ উড়লো। জানালা গলে তাকাতেই চোখে পড়লো দিল্লি শহরের সারি সারি কংক্রিটের দালান।
মুহূর্তেই উড়োজাহাজের লেজের তলায় ঝাঁপসা হয়ে গেলো পুরাতন গিঞ্জি শহর দিল্লি। শহরের মাঝ দিয়ে বয়ে গেছে নদী।
শহর পেরিয়ে সবুজ চরাচরের উপর দিয়ে হালকা সাদা মেঘরাশি ভেসে চলে চোখের সামনে।
রাশি রাশি মেঘের চাদরে ঢেকে যায় সবুজ সবুজ মাঠ, ধূসর পাহাড়, দূর দিগন্ত....
শহর-মাঠ, বন-পাহাড় সব ছেড়ে... আকাশের নিচে ঝুলে ছুটে চলা... মেঘের দেশে।
এ যেন অন্য এক ভূবন! মেঘালয়.. মেঘরাজ্য... মেঘের দেশ...
প্রকৃতির তুলিতে যে বা কেউ এঁকেছে পেঁজা তুলোর রঙ নিয়ে নিখুঁত চিত্রপট!
মনে পড়ে যায় ফরাসি কবি শার্ল বোদলেয়ারের কবিতা-
আমি ভালোবাসি মেঘ... চলিষ্ণু মেঘ...
উঁচুতে... ঐ উঁচুতে...
আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল।
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩