ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মেঘরাজ্যে মেঘের দেশে...

ছবি: সোহেল সরওয়ার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট<br>ক্যাপশন স্টোরি: এম জে ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৭, নভেম্বর ২৩, ২০১৩
মেঘরাজ্যে মেঘের দেশে...

sohel-Ari-1

বিমানবন্দর ছেড়ে উড়োজাহাজ উড়লো। জানালা গলে তাকাতেই চোখে পড়লো দিল্লি শহরের সারি ‍সারি কংক্রিটের দালান।

কি দুর্দান্ত গতিতে পেছেনে ছুটছে ....

sohel-Ari-2

মুহূর্তেই উড়োজাহাজের লেজের তলায় ঝাঁপসা হয়ে গেলো পুরাতন গিঞ্জি শহর দিল্লি। শহরের মাঝ দিয়ে বয়ে গেছে নদী।

sohel-Ari-3

শহর পেরিয়ে সবুজ চরাচরের উপর দিয়ে হালকা সাদা মেঘরাশি ভেসে চলে চোখের সামনে।

sohel-Ari-4

রাশি রাশি মেঘের চাদরে ঢেকে যায় সবুজ সবুজ মাঠ, ধূসর পাহাড়, দূর দিগন্ত....

sohel-Ari-5

শহর-মাঠ, বন-পাহাড় সব ছেড়ে... আকাশের নিচে ঝুলে ছুটে চলা... মেঘের দেশে।

sohel-Ari-6

এ যেন অন্য এক ভূবন! মেঘালয়.. মেঘরাজ্য... মেঘের দেশ...

sohel-Ari-7

প্রক‍ৃতির তুলিতে যে বা কেউ এঁকেছে পেঁজা তুলোর রঙ নিয়ে নিখুঁত চিত্রপট!

sohel-Ari-8

মনে পড়ে যায় ফরাসি কবি শার্ল বোদলেয়ারের কবিতা-

আমি ভালোবাসি মেঘ... চলিষ্ণু মেঘ...
উঁচুতে... ঐ উঁচুতে...
আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।