বৃষ্টি হচ্ছে তুমুল। আপনি হাঁটছেন ইউরোপের দেশ পর্তুগালের অ্যাগুয়েডা শহরের রাস্তা দিয়ে।
কোনো অলৌকিক শক্তিকে নয়, উপরে তাকিয়ে এজন্য আপনি ধন্যবাদ দেবেন মাথার উপর ভাসমান অসংখ্য রংবেরঙের ছাতাকে।
যেকোনো আবহাওয়ায় রঙিন ছাতার নিচে পর্যটকরা ঘুরতে পারেন আরামে। আর রঙিন ছাতার নিচের আবহাওয়াটাও হয়ে থাকে অন্যরকম রঙিন।
দ্যা আমব্রেলা স্কাই প্রকল্পের আওতায় ২০১২ সালে দেশটির অ্যাগুয়েডা শহর এভাবে ছাতা দিয়ে সাজানো হয়। এর পর ইন্টারনেট দুনিয়ায় শহরের ছবি ছড়িয়ে দেওয়া হয়। পরে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসতে থাকেন এই রঙিন ছাতার বর্ণিল শহরে হাঁটার জন্য।
এবছর চিত্রকররা ছাতাগুলোতে নতুনত্ব এনেছেন। তারা এমন রং ব্যবহার করেছেন যে, দেখলে মনে হবে সেগুলো থেকে রঙের ঝরনা ছড়িয়ে পড়ছে নিচের রাস্তায়।
যারা এই রাস্তা দিয়ে হেঁটেছেন তারা প্রত্যেকে বলেছেন, এই রাস্তা দিয়ে হাঁটার একধরনের জাদুকরী অনুভূতি আছে যা আপনাকে মোহিত করবে।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩