ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

একটি বাড়ির একটি দ্বীপ!

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৯, নভেম্বর ২৫, ২০১৩
একটি বাড়ির একটি দ্বীপ!


কল্পনা করুন, আপনি একটি দ্বীপে থাকেন। সেখানে আছে একটি বাড়ি, একটি গাছ, রোদ পোহানোর জন্য দু’একটি রট আয়রণের চেয়ার।

কিছুটা অবিশ্বাস্য হলেও সত্য যে, রুম এনাফ নামের এই দ্বীপে আর কিছু নেই।


দ্বীপটির অবস্থান কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের সেন্ট লরেন্স নদীর উত্তরে অনটারিওতে। এটি বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তি মালিকানাধীন দ্বীপ।


রুম এনাফ নামটি দিয়েছেন এর মালিক সিজল্যান্ড ও তার পরিবার। ছুটিতে সময় কাটানোর জন্য ১৯৫০ সালে তিনি দ্বীপটি কিনে বাড়ি তৈরি করেন।


কিন্তু সিজল্যান্ড কখনো এটা আশা করেন নি যে, রুম এনাফ দ্রুত একটি জনপ্রিয় পর্যটনের জায়গা হয়ে যাবে এর অদ্ভুত গঠনের জন্য।


সেন্ট লরেন্স নদীর হাজারো দ্বীপের একটি অংশ রুম এনাফ। এটা একটি বৈধ দ্বীপ এবং এটি দ্বীপের তিনটি মানদণ্ডের (চারদিকে জলঘেরা পানির উপর খণ্ড মাটি, এক স্কয়ার ফিটের চেয়ে বেশি জায়গা ও এবং বেঁচে থাকার জন্য অন্তত একটি গাছ) মধ্যে পড়ে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।