ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

শিশির জাগে আলোর ডাকে

ফটো: খাইরুল আলম রাজীব, স্টাফ ফটো করেসপন্ডেন্ট<br>ক্যাপশন স্টোরি: আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, নভেম্বর ২৬, ২০১৩
শিশির জাগে আলোর ডাকে

সূর্যিমামা দিচ্ছে উঁকি রাতের আঁধার ঠেলে। যেন বলছে, ঘুমিও না পৃথিবী আর, জাগার সময় হলো।

আলোর রেখায় সাজিয়ে নাও তোমার দিনের আলো।   জেগে ওঠো শিশির তুমি, খোলো দুয়ার খোলো।

ডাক শুনে শিশির এবার উঠলো জেগে। বললো যেন, ঘুমিয়ে ছিলাম তোমার আঁধার রাগে।

লুকিয়ে ছিলে শিশির তুমি কচি ঘাসের ডগায়! শুনে রাখো তুমি, যায় না গো ভাই, যায় না পালানো, আলোকরশ্মির ভেলায়! বলল, সূর্যিমামা ।


বলল আরও সূর্যিমামা, তুমি তো ভাই পরেছো দেখি হীরের মালা! যায় না তো আর চোখ ফেরানো, দেখিয়ে দিলে মায়ার খেলা।


তোমার মাঝে আমায় দেখি, দেখি অরূপ রূপের সাগর। সূর্য ওঠে শিশির জলে, জলের ফোঁটা আলোর।

সূর্যিমামা বলে, সবুজ ঘাসে শিশির তুমি ফোটাও হীরা-মাণিক। শিশির বলে, তাই তো আমি তোমার কাছে অনেক ঋণী, অনেক।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।