সূর্যিমামা দিচ্ছে উঁকি রাতের আঁধার ঠেলে। যেন বলছে, ঘুমিও না পৃথিবী আর, জাগার সময় হলো।

ডাক শুনে শিশির এবার উঠলো জেগে। বললো যেন, ঘুমিয়ে ছিলাম তোমার আঁধার রাগে।

লুকিয়ে ছিলে শিশির তুমি কচি ঘাসের ডগায়! শুনে রাখো তুমি, যায় না গো ভাই, যায় না পালানো, আলোকরশ্মির ভেলায়! বলল, সূর্যিমামা ।

বলল আরও সূর্যিমামা, তুমি তো ভাই পরেছো দেখি হীরের মালা! যায় না তো আর চোখ ফেরানো, দেখিয়ে দিলে মায়ার খেলা।

তোমার মাঝে আমায় দেখি, দেখি অরূপ রূপের সাগর। সূর্য ওঠে শিশির জলে, জলের ফোঁটা আলোর।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩