ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বক পাখির উড়তে শেখা

ফটো: দেলোয়ার হোসেন বাদল, স্টাফ ফটো করেসপন্ডেন্ট ,ক্যাপশন স্টোরি: আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৯, নভেম্বর ২৮, ২০১৩
বক পাখির উড়তে শেখা

পাখিদের স্বর্গ হাওর অঞ্চল কিশোরগঞ্জ । শীত নেমেছে দেশজুড়ে।

জমতে শুরু করেছে পাখির মেলা। নানা প্রজাতির পাখির দেখা মিলছে এখন হাওরাঞ্চলজুড়ে। এই বক দম্পতিও বাচ্চাদের নিয়ে রয়েছে বেশ খোশমেজাজে। বাচ্চাকে খাওয়াচ্ছে হাওরের তাজা মাছ।

m2

পেটপুরে মায়ের মুখ থেকে খেয়ে দুটিতে মেতেছে খুনসুঁটিতে।

m

খেয়েদেয়ে এখন নিশ্চিন্ত। বাসা ছেড়ে উঠেছে গাছের মাথায়। যেন জগতটা ঘুরে দেখার সাধ হয়েছে তার।

4m

নিজে প্রথম দেখে বুঝে নিলো। তারপর নিরাপদ পরিবেশ দেখে ডাকলো তার সঙ্গীদের।

5m

ওড়ার সাধ কার না আছে! আর পাখির কাজই তো ওড়া। সুযোগ পেলে তারা কি বসে থাকে। পাখাও গজিয়েছে ওড়ার মতো। তবু শেষবারের মতো চারপাশটা ভালোভাবে দেখে নিলো তারা।

m2

তারপর শূন্যে মেলে দিলো ডানা। যেন সন্ধান পেলো নতুন পৃথিবীর। এটাই তো জীবনের সবচেয়ে বড় লক্ষ্য তাদের।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।