পাখিদের স্বর্গ হাওর অঞ্চল কিশোরগঞ্জ । শীত নেমেছে দেশজুড়ে।

পেটপুরে মায়ের মুখ থেকে খেয়ে দুটিতে মেতেছে খুনসুঁটিতে।

খেয়েদেয়ে এখন নিশ্চিন্ত। বাসা ছেড়ে উঠেছে গাছের মাথায়। যেন জগতটা ঘুরে দেখার সাধ হয়েছে তার।

নিজে প্রথম দেখে বুঝে নিলো। তারপর নিরাপদ পরিবেশ দেখে ডাকলো তার সঙ্গীদের।

ওড়ার সাধ কার না আছে! আর পাখির কাজই তো ওড়া। সুযোগ পেলে তারা কি বসে থাকে। পাখাও গজিয়েছে ওড়ার মতো। তবু শেষবারের মতো চারপাশটা ভালোভাবে দেখে নিলো তারা।

তারপর শূন্যে মেলে দিলো ডানা। যেন সন্ধান পেলো নতুন পৃথিবীর। এটাই তো জীবনের সবচেয়ে বড় লক্ষ্য তাদের।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৩