ঢাকা: ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।
এসব কারণে পৃথিবীর প্রাচীনতম বিশ্বাস ও বিজ্ঞানের একটি জ্যোতিষবিজ্ঞান এখনো মানেন বেশিরভাগ মানুষ। আর যে স্বল্পসংখ্যক মানুষ মানেন না, ভাবেন কুসংস্কার, তারাও কিন্তু জীবনের আগাম বার্তা জানতে পারলে অখুশি হন না!
এসব বিবেচনায় কোটি পাঠকের প্রিয় দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজন করছে প্রতিদিনের ‘জ্যোতিষ রুবাই’র এক্সক্লুসিভ রাশিফল’।
জ্যোতিষবিজ্ঞানে কার্যত ঘরানা তিনটি- পাশ্চাত্য, প্রাচ্য ও ভারতীয়। উপমহাদেশজুড়ে ভারতীয় জ্যোর্তিবিদ্যার চর্চাও রমরমা। বাংলানিউজ এদিকটি বিবেচনায় রেখে তাই প্রতিদিন উপস্থাপন করবে ভারতীয় ঘরানার সম্ভাব্য ভবিষ্যদ্বাণী বা ভাগ্য গণনা। প্রতিষ্ঠিত, অভিজ্ঞ ও পরীক্ষিত জ্যোতিষ কুমারী রুবাই আপনাদের জানাবেন প্রতিটি দিন আপনার কেমন যাবে।
রুবাই আপনাদের জানাবেন আজকের যাত্রা শুভ কিনা, আপনি কি পাবেন কোনো প্রিয় মানুষের দেখা, শুভ হবে তো আপনার রোমান্স, পেয়ে যাবেন কি মোটা অংকের অর্থ, নাকি অসুস্থতা আপনাকে ভোগাবে, অফিসে গিয়ে শুনবেন বসের বকা অথবা শুনবেন কোনো সুখবর!
এসবের সঙ্গে আরও কিছু জানতে নিয়মিত চোখ রাখুন বাংলানিউজে। দিনের শুরুতেই জেনে যাবেন আপনার সারাদিনের কড়চা।
রাশিফল নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের মেইল করুন। আমরা জ্যোতিষ রুবাই’র মাধ্যমে আপনাদের ফিরতি মেইলে জানিয়ে দেবো।
মেইল: bnrashifol24@gmail.com
আজকের রাশিফল
জ্যোতিষ কুমারী রুবাই
০১/১২/২০১৩, রোববার
আজ যদি আপনার জন্মদিন হয় তবে জেনে রাখুন আজকের দিনে জন্মেছিলেন বাংলাদেশের খ্যাতিমান চিত্রপরিচালক মোরশেদুল ইসলাম। মেষ – (২১ মার্চ- ২০ এপ্রিল) শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৯
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ। সর্দি-কাশিজনিত সংক্রমণ থেকে সাবধান। গুরুজনের পরামর্শে আপনার উন্নতি হবে। শিল্পকলা বিভাগের সাথে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। প্রেমের বিষয় সাবধান।
বৃষ- (২১ এপ্রিল-২১ মে) শুভ রং সাদা, শুভ সংখ্যা ১
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ নয়। পায়ের হাড়ে কোনো ব্যথা হতে পারে। আজ এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে পরে বিপত্তির সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর মনোমালিন্য। সন্তান নিয়ে চিন্তা। কর্মক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষ থেকে চাপ আসতে পারে। বিনিয়োগে ঝুঁকি আছে। মিথুন- (২২ মে-২১ জুন) শুভ রং নীল, শুভ সংখ্যা ৭
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ। কোনো রকম অপ্রিয় উচিত কথা বলতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। প্রিজনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বাড়বে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। দূরদেশ থেকে যোগাযোগের সম্ভবনা আছে।
কর্কট- (২২ জুন-২২ জুলাই) শুভ রং কমলা, শুভ সংখ্যা ৫
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। কর্মস্থানে কর্কশ বাক্যের কারণে সহকর্মীদের বিরাগ ভাজন হবেন। এখনি কোনো বাড়ি কেনার কথা ভাববেন না। প্রতিভা বিকাশে বাধা থাকলেও সাফল্য আসবে। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অবসাদ থকে দূরে থাকুন। সিংহ- (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবে। বিশেষত মামলায় আজ সুরাহা হতে পারে। আইটি পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভবনা আছে।
কন্যা- (২৪ আগস্ট- ২৩ সেপ্টেম্বর) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৬
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি খারাপ। কর্মস্থলে কোনো ঘটনার পুনরাবৃত্তি হওয়াকে আটকান। ব্যবসায় অংশীদারের মতামতের গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। বাতজনিত সমস্যা বাড়তে পারে। আকস্মিক বিপদের মুখোমুখি হতে পারেন। তুলা- (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা ৭
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কাছের বন্ধুর সাহায্যে। কিন্তু বাতের ব্যথায় কষ্ট পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। আলোচনা না করে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। প্রেম নেই। আত্মীয়ের বিষ ব্যবহারের সম্ভাবনা।
বৃশ্চিক- (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং খয়েরি, শুভ সংখ্যা ৪
এই রাশির যাতক-যাতিকার জন্য দিনের মধ্যভাগ থেকে শুভ। দিনের শেষভাগে শুভ খবর আসতে পারে। উচিত কথা বলতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। প্রিয়জনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। সতর্ক হয়ে খাদ্য গ্রহণ করুন। যে কোনো গোলমাল থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে শুভ। ধনু-(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৩
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ-অশুভ মিশ্রিত। গৃহে আত্মীয় সমাগমনে আনন্দ অনুষ্ঠানের যোগ। বস্ত্র ও ইমারতী দ্রব্যের বিনিয়োগে লাভ যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। খাদ্যনালি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যাতায়াতের পথে ঝামেলা এড়িয়ে চলুন।
মকর- (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ২
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে সব রকম ঝামেলা এড়িয়ে চলুন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অবনতি। শিল্পপতিদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। সুগারের সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। কুম্ভ- (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং আকাশি, শুভ সংখ্যা ৮
আপনার আজকের দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সম্পত্তি সমস্যার আজ সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজকে বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধুলাভের যোগ আছে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। ঝামেলা এড়িয়ে চলুন। উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। মীন- (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) শুভ রং লাল, শুভ সংখ্যা ৩
এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মধ্যম। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রেমে বাধা। প্রশাসনিক কর্মে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন। তবে কোনো অর্থ বিনিযোগ করবেন না। কর্ম ক্ষেত্রে বিশেষ সুযোগ। হজমের সমস্যায় ভুগতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩