বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র নতুন একটি উদ্যোগ ‘ট্রাভেলার্স নোটবুক’। যারা ভ্রমণ করতে খুব পছন্দ করেন, যারা কাজের অংশ হিসেবে ভ্রমণ করেন কিংবা যাদের ভ্রমণ কালেভদ্রে তাদের সকলেই হতে পারেন ট্রাভেলার্স নোটবুক’র লেখক।
ভ্রমণকারী যেখানেই যান নিশ্চয়ই দেখেন মনোমুগ্ধকর কোনো প্রাকৃতিক দৃশ্য, কোনো ঐতিহাসিক স্থাপনা কিংবা মনুষ্যসৃষ্ট কোনো স্থাপত্যের নিদর্শন। দেখা হয় জাদুঘর, পার্ক কিংবা অন্য যেকোনো কিছু। যারা ঘুরতে, বেড়াতে বা কাজে যান তারা নিজেরাই হয়তো নিজের ডিজিটাল নোটবুকে, নেটবুকে লিখে রাখেন যা দেখলেন তা। কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ছবি আপলোড করে তারা ধরে রাখেন স্মৃতিকে, অনুধাবনকে। আর সর্বোপরি তাদের মননে যোগ হয়ে থাকে এক নতুনত্বের অভিজ্ঞতা। এসব কিছুই আরো অনেকের সঙ্গে শেয়ার করার মতো।
গল্পচ্ছলে ভ্রমণকারীরা সেকথা বলেন বন্ধু-আত্মীয়-স্বজনদের। কিন্তু তারা যদি এবার কি-বোর্ডে বসেন! লেখা হয়ে যাবে ভ্রমণকাহিনী। কোটি পাঠকের বাংলানিউজের ক্যানভাসে তা স্থান পাবে যথাযথ গুরুত্বে। এইসব ভ্রমণকারীদের জন্যই বাংলানিউজের নতুন উদ্যোগ ট্রাভেলার্স নোটবুক। আপনি হোন এর লেখক। জিতে নিন পুরস্কার। প্রতিমাসে সেরা লেখকের জন্য থাকছে দেশের কোনো স্থানে দুইজন ঘুরে আসার সব আয়োজন।
আপনার ভ্রমণকাহিনী লিখে পাঠান: bntravellers.notebook@gmail.com এ। আপনার তোলা সুন্দর সুন্দর ছবিগুলো পাঠাতে ভুলবেন না।
বাংলাদেশ সময় ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩