ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলানিউজ রাশিফল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪২, ডিসেম্বর ২, ২০১৩
বাংলানিউজ রাশিফল

ঢাকা: ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

জ্যোতিষ বিজ্ঞান বলে, গ্রহ-নক্ষত্রের যোগ পাল্টে দেয় মানুষের জীবনের গতিপথ, জানিয়ে দিতে পারে আগাম সতর্ক বার্তা, সুখবর।

এসব কারণে পৃথিবীর প্রাচীনতম বিশ্বাস ও বিজ্ঞানের একটি জ্যোতিষবিজ্ঞান এখনো মানেন বেশিরভাগ মানুষ। আর যে স্বল্পসংখ্যক মানুষ মানেন না, ভাবেন কুসংস্কার, তারাও কিন্তু জীবনের আগাম বার্তা জানতে পারলে অখুশি হন না!

এসব বিবেচনায় কোটি পাঠকের প্রিয় দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজন করছে প্রতিদিনের ‘জ্যোতিষ রুবাই’র এক্সক্লুসিভ রাশিফল’

জ্যোতিষবিজ্ঞানে কার্যত ঘরানা তিনটি- পাশ্চাত্য, প্রাচ্য ও ভারতীয়। উপমহাদেশজুড়ে ভারতীয় জ্যোর্তিবিদ্যার চর্চাও রমরমা। বাংলানিউজ এদিকটি বিবেচনায় রেখে তাই প্রতিদিন উপস্থাপন করবে ভারতীয় ঘরানার সম্ভাব্য ভবিষ্যদ্বাণী বা ভাগ্য গণনা। প্রতিষ্ঠিত, অভিজ্ঞ ও পরীক্ষিত জ্যোতিষ কুমারী রুবাই আপনাদের জানাবেন প্রতিটি দিন আপনার কেমন যাবে।

রুবাই আপনাদের জানাবেন আজকের যাত্রা শুভ কিনা, আপনি কি পাবেন কোনো প্রিয় মানুষের দেখা, শুভ হবে তো আপনার রোমান্স, পেয়ে যাবেন কি মোটা অংকের অর্থ, নাকি অসুস্থতা আপনাকে ভোগাবে, অফিসে গিয়ে শুনবেন বসের বকা অথবা শুনবেন কোনো সুখবর!

এসবের সঙ্গে আরও কিছু জানতে নিয়মিত চোখ রাখুন বাংলানিউজে। দিনের শুরুতেই জেনে যাবেন আপনার সারাদিনের কড়চা।

রাশিফল নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের মেইল করুন। আমরা জ্যোতিষ রুবাই’র মাধ্যমে আপনাদের ফিরতি মেইলে জানিয়ে দেবো।

মেইল: bnrashifol24@gmail.com

আজকের রাশিফল
জ্যোতিষ কুমারী রুবাই
সোমবার,তারিখ- ০২/১২/২০১৩

আজ  যদি আপনার জন্মদিন হয় তবে জেনে রাখুন আজকের দিনে জন্মেছিলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং নীল,  শুভ সংখ্যা ৬,
পাথর নীলা বা এমিথিস্ট, শেকড়- শ্বেতবেড়লা মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবে। অতি পরিচিত ব্যক্তির ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। সঙ্গীত, নাটকের সাথে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারেন।

(টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে তিনটি পদ্ম ফুল রাখুন)

বৃষ (২১ এপ্রিল- ২১ মে)  শুভ রং লাল,  শুভ সংখ্যা ৮,
পাথর নীলা লাল প্রবাল, শেকড়- অনন্ত মূল

আপনার আজকের দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। স্ক্রাপ ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। সম্পত্তি সমস্যার আজ সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজ বিনিয়োগ করতে পারেন। নতুন প্রেম লাভের যোগ আছে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। ঝামেলা এড়িয়ে চলুন। উচ্চ রক্তচাপ ও হার্টজনিত সমস্যা দেখা দিতে পারে।

মিথুন (২২ মে- ২১ জুন) শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৮,
পাথর পোখরাজ বা টোপাজ, শেকড়- বামনহাটা মূল

এই রাশির রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মধ্যম। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রেমে বাধা। কাছের ব্যক্তির কাছ থেকে বিশ্বাস ভঙ্গ হতে পারে। প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন। তবে কোনো অর্থ বিনিযোগ করবেন না। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। হজমের সমস্যায় ভুগতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। শুভ ধাতু সোনালি।

(টোটকা: সোনালি রঙের আংটি বা হার পরে থাকুন)

কর্কট (২২ জুন- ২২ জুলাই) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৩,
পাথর চুনী বা ফিরোজা, শেকড়- বিহুমূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ-অশুভ মিশ্রিত। গাড়ি চালকদের জন্য দিনের প্রথম ভাগ বিশেষ অশুভ। বাড়িতে আত্মীয় আসায় আনন্দ অনুষ্ঠানের যোগ। বস্ত্র ও গয়না জাতীয় দ্রব্যের বিনিয়োগে লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। খাদ্য নালি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যাতায়াতের পথে ঝামেলা এড়িয়ে চলুন।

(টোটকা: একটি কলায় সিঁদুর ও তেল মাখিয়ে বাড়ির উত্তর কোনে রাখুন। )

সিংহ (২৩-জুলাই-২৩ আগস্ট) শুভ রং বেড়ালের চোখের ধরনের রং, শুভ সংখ্যা ৭,
পাথর ক্যাটস আই বা হাকিক, শেকড়- রামবসাক মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার খবর পাবেন। মা বা শাশুড়ির শারীরিক অবনতি। শিল্পপতিদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন।   হার্ট বা কিডনি জনিত সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন।

(টোটকা: একটি কাঁচা হলুদে সাদা সুতা জড়িয়ে নিজের কাছে রাখুন। )

কন্যা (২৪ অগস্ট- ২৩ সেপ্টেম্বর) শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭,
পাথর মুক্ত বা মুনস্টোন, শেকড়- ক্ষিরিকা মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কাছের বন্ধুর সাহায্যে। কিন্তু বাতের ব্যথায় কষ্ট পাবেন। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। আলোচনা না করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রেম নেই। আত্মীয়র বিষ ব্যবহার আপনাকে কাতর করবে।

(টোটকা: ঘরে একটি পিতলের পাত্রে পাণিতে চুন বা সাদা রং মিশিয়ে দিয়ে যে কোন সাদা ফুল রাখলে উপাকার পাবেন)

তুলা (২৪ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর) শুভ রঙ বেগুনি,  শুভ সংখ্যা ৯,
পাথর নীলা বা এমিথিস্ট, শেকড়- শ্বেতবেড়লা মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনের মধ্যভাগ থেকে শুভ। দিনের শেষভাগে শুভ খবর আসতে পারে। সত্যির পক্ষে দাঁড়াতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। প্রিয়জনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। সতর্ক বন্ধুত্ব করুন। পথে যে কোন গোলমাল থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে শুভ।

(টোটকা: আজকের দিনে সম্ভব হলে গরীবকে খাদ্য দান করুন)

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং সবুজ,  শুভ সংখ্যা ৫,
পাথর পান্না, শেকড়- বৃদ্ধদ্বারক মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবে। জমি নিয়ে মামলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ডাক্তারি পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে।  

(টোটকা: কাজের টেবিলে যে কোন একটি সবুজ রঙের মূর্তি রাখুন। )

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং আকাশি, শুভ সংখ্যা ৪,
পাথর নীলা বা এমিথিস্ট, শেকড়- শ্বেতবেড়লা মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি খারাপ। কর্মস্থলে কোন তর্ক-বিতর্ক হওয়াকে আটকান।   ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। বাতজনিত সমস্যা বাড়তে পারে। অযাচিত বিপদের মুখোমুখি হতে পারেন। চোখের সমস্যা দেখা দিতে পারে। শুভ ধাতু সীসা।

(টোটকা: সীসা বা দস্তার টুকরো সঙ্গে রাখুন। )

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং খয়েরি, শুভ সংখ্যা ১,
পাথর ক্যাটস আই বা হাকিক, শেকড়- রামবসাক মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ। যেকোন রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে। প্রিজনদের কিছু কিছু কাজকর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভবনা আছে।

(টোটকা: একটি কাঁচা হলুদে কালো সুতা জড়িয়ে নিজের কাছে রাখুন। )

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং বাদামি, শুভ সংখ্যা ২,
পাথর গোমেদ বা ঘোড়ার নাল, শেকড়- শ্বেতচন্দন মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি মিশ্র। কর্মস্থানে কর্কশ বাক্যের কারণে সহকর্মীদের বিরাগভাজন হবেন। এখনি নতুন গাড়ি  কেনার কথা ভাববেন না। অর্থস্থানে বাঁধা থাকলেও দিনের শেষে সাফল্য আসবে। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অবসাদ থেকে নিজেকে দুরে রাখুন।

(টোটকা: কাক ও অনান্য পাখিদের চাল অথাবা শস্য দানা খেতে দিন)

মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) শুভ রং রুপালি,  শুভ সংখ্যা ৬,
পাথর মুক্ত বা মুনস্টোন, শেকড়- ক্ষিরিকা মূল

এই রাশির জাতক-জাতিকার জন্য দিনটি প্রথম ভাগে মিশ্র হলেও মধ্যভাগ থেকে শুভ। সন্তানের পঠন-পাঠন নিয়ে বিশেষ চিন্তা। নতুন ব্যবসায় বাধা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সফলতা পাবেন। তবে ভাল করে পরীক্ষা না করে ব্যাবসায় বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। বাতের সমস্যায় ভুগতে পারেন। নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে।

(টোটকা: বাড়ির দক্ষিণ দিকে ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে)

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।