ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলানিউজ রাশিফল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, ডিসেম্বর ৩, ২০১৩
বাংলানিউজ রাশিফল

জ্যোতিষশাস্ত্র পৃথিবীর আদি শাস্ত্রবিজ্ঞান। যুগ যুগ ধরে এই শাস্ত্র নিজের ঐতিহ্য বহন করে চলেছে মাথা উঁচু করে।

তা কেউ মানুক বা না মানুক। যতদিন যাচ্ছে এই শাস্ত্রবিজ্ঞানের উন্নতি হচ্ছে। অঙ্ক করে যেমন বলে দেওয়া যায় আকাশে চাঁদ-তাঁরা-সূর্য কখন উঠবে, অথবা জোয়ার-ভাঁটা কখন আসবে, ঠিক তেমনভাবে অঙ্ক করে বলে দেওয়া যায় আমাদের জীবনে কখন কুপ্রভাব বা সুপ্রভাব আসতে চলেছে।

জ্যোতিষ বিজ্ঞান সম্পূর্ণ কিছু অঙ্কের ওপর নির্ণয় করে চলে। আর এই অঙ্ক করে বলে দেওয়া যায় আমাদের অতীত কি ছিল বা আমরা বর্তমানে ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে, আসন্ন ভবিষ্যত আমাদের ঠিক কি হতে চলেছে। আর এটাই সত্য।

সূর্যের আলোকিত প্রতিটি রশ্মি আমাদের শরীরে প্রবেশ করে। সেই রশ্মির মধ্যে থাকে বিভিন্ন রঙের ছটা। আর সেইসব রং আমাদের শরীরে প্রবেশ করে প্রতিনিয়ত আমাদের ভাগ্যে প্রভাব ফেলে। অথবা শরীরের ভালোমন্দ নিয়ন্ত্রণ করে এই রশ্মিগুলো। বিশ্বাস হচ্ছে না! তাহলে উদাহরণ দিই।
 
সূর্যের অতিরশ্মি তেজ, অমরা যখন বাইরে বের হই সাধারণত আমরা স্নানস্কিন ক্রিম মেখে বের হই। কারণ, না হলে আমাদের চামড়া বা ত্বক পুড়ে কালো হতে থাকে। অথবা এও বলা যেতে পারে সূর্যের অতি বেগুনি রশ্মি, যাকে বলে ‘আলট্রা ভায়োলেট রে’ শরীরে যত প্রবেশ করে ক্যানসার রোগের লক্ষণ তত বাড়বে।

অর্থাৎ, সূর্যের রশ্মিতে যে রঙের ছটা আছে, তার প্রভাব আমাদের শরীরে পড়ে। আর সঠিক রঙের রশ্মি যদি আমাদের শরীরে ঢোকে তাহলে তার সুফল হবেই। অতএব রত্ন ধারণ। প্রতিটি রত্নেই একটি করে নিজস্ব রং থাকে। একমাত্র সেই রঙের রশ্মি পাথরের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে, যে রঙের পাথর আপনি ধারণ করবেন। আর একজন সঠিক জ্যোতিষ নিণর্য় করতে পারে আমাদের জীবনে ঠিক সঠিক কোনো রং দরকার। তার মানে এই নয় রত্ন পড়ে আপনি আপনার বাসায় বসে থাকবেন আর ভাগ্য নিজে থেকে পরিবর্তন হয়ে যাবে।

জ্যোতিষ শাস্ত্র ও রত্ন আপনাকে guard বা সাময়িক রক্ষা করবে। বাকিটা আমাদের কর্মফল। যেমন বৃষ্টি হলে আমরা ছাতা দিয়ে মাথা ঢাকি। কিন্তু একটি ছাতা আমাদের চলার পথ নির্ণয় করে না। ঠিক তেমনি সঠিক অঙ্ক ও সঠিক রত্ন আপনার ছাতার কাজ করবে। বাকিটা আমাদের নিজেদের ওপর নির্ভর করে। মনে রাখতে হবে, জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রত্নেরও পরিবতর্ন হতে থাকে। এক রত্ন সারা জীবন একইভাবে ভাগ্য নির্ধারণ করতে পারে না। আসল রত্নই সবসময় ধারণ করা উচিত। নকল রত্ন দিয়ে জীবনে কোনোভাবেই সাফল্য আসে না। যেমন পানির বিকল্প অন্য কোনো তরল হতে পারে না।

আর এই অঙ্কশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র প্রতিদিনই পাবেন আপনাদের প্রিয় বাংলানিউজে।  

আপনি যদি জানতে চান, আপনার কোন রাশি, কি লগ্ন, কি গণ বা আগামীদিন আপনার কেমন যাবে? তাহলে একটি মেইল করুন জ্যোতিষ রুবাইকে। আপনার জন্ম তারিখ, মাস, সাল, জন্মস্থান, জন্মসময় দিয়ে। সঙ্গে দেবেন হাতের একটি ছবি। পুরুষ হলে ডান হাত, নারী হলে বাম হাত।

জ্যোতিষ রুবাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে সঠিক সমস্যার সমাধান। ভালো থাকুন, সুস্থ থাকুন।

রাশিফল নিয়ে আরও বিস্তারিত জানতে মেইল করুন: rashifol24@gmail.com এ। আমরা ফিরতি মেইলে জানাবো আপনাদের উত্তর।

আজ দিনটি কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
মঙ্গলবার, তারিখ- ০৩/১২/২০১৩

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং হলুদ, শুভ সংখ্যা ১০
বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন। ব্যবসা সূত্রে আর্থিক শ্রীবৃদ্ধি। চাকরিজীবীরা সুখবর পেতে পারেন। সন্তানের বুদ্ধিদীপ্ততায় কর্মে সাফল্য আসবে। ধর্ম বা আধ্যাত্মিক কোনো যোগাযোগ হতে চলেছে। জীবনসঙ্গীর শরীর নিয়ে চিন্তা। গুরুজনদের শরীর নিয়ে চিন্তার কারণ নেই। বহুজনের সমথর্ন লাভ, জনপ্রিয়তার বৃদ্ধি। ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় একাগ্রতা ও মনযোগ বাড়বে। দূরযাত্রার পরিকল্পনা।

টোটকা: কাঁচা হলুদ ও দইয়ের মিশ্রণে কপাল ও বুকের মধ্যভাগে তিলক ধারণ করে বাসা থেকে বের হন। বাসার সামনের দুয়ারে সুগন্ধি ধূপ জ্বালান।

বৃষ (২১ এপ্রিল- ২১ মে)  শুভ রং নীল,  শুভ সংখ্যা ১৩
অংশীদারি ব্যবসায় সচেতনতা অবলম্বন করুন। প্রতারকদের এড়িয়ে চলুন। দিনের দ্বিতীয়ভাগে ব্যবসার কাজে মন দিন। শারীরিক হানি, রক্তক্ষয় হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশি। সন্তানের সঙ্গে মনের অমিল। প্রিয়জনের শরীর খারাপে দুশ্চিন্তা হতে পারে। চাকরিজীবীদের জন্য শুভ।

টোটকা: সামান্য কিছু চাল ও কালো তিল একটি কালো কাপড়ে বেঁধে পানিতে ফেলুন। কয়লার টুকরো বা কালো রং বাসার সামনে ঢোকার মুখে ফেলে রাখুন।

মিথুন (২২ মে- ২১ জুন) শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৯
আজ ব্যবসায়ে তীক্ষ্মবুদ্ধি ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে পারেন। উদাসীনতা ও অলসতার কারণে শিক্ষা সংক্রান্ত কোনো যোগাযোগ অসম্পূর্ণ থাকতে পারে। ভক্তিভাব ও ধর্মপ্রচার, নৈতিক উন্নতি, প্রতিন্দ্বিতায় জয়লাভ আসতে পারে। ঠান্ডার কারণে অসুখের প্রভাব বাড়তে পারে। সন্তানের কারণে শুভ খবর আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ।
 
টোটকা: কুকুর বা কাককে আজ কিছু খাওয়ান। সামান্য চিনি বাড়ির সামনে ফাঁকা জায়গায় ছড়িয়ে দিন। চন্দন ধূপ ব্যবহার করুন।

Korkotকর্কট (২২ জুন- ২২ জুলাই) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ২১
দিনের দ্বিতীয়ভাগে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। শত্রুর কাযর্কলাপ থেকে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সম্মান ও প্রতিষ্ঠা লাভের যোগ আছে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সন্তানের হটকারিতার সিদ্ধান্তে চিন্তিত হতে পারেন। পরিবার নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

টোটকা: সাদা রঙের ধোয়া পোশাক পড়ুন। একটি পিতলের পাত্রে গোলাপ জল মিশ্রিত পানিতে সাদা ও হলুদ ফুল দিয়ে শোয়ার ঘরে রাখুন।

সিংহ (২৩-জুলাই-২৩ আগস্ট) শুভ রং বেড়ালের চোখের রং জাতীয়, শুভ সংখ্যা ৭
আজ শত্রুর সঙ্গে সম্মানজনক সন্ধি বা আপোস করে চলুন। বা বা পিতৃস্থানীয়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অসম্মানজনক পরিস্থিতি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা মানসিক হানি। নতুন ব্যবসা আজ শুরু করতে পারেন। সন্তানের কারণে সুখ লাভ হতে পারে। প্রেমের ছন্দপতন ঘটতে পারে।

টোটকা সূর্যাস্তের পরে বাড়ির পশ্চিম দিকে কালো সলতে দিয়ে তিল তেলের প্রদীপ জ্বালান। কাজে যাওয়ার আগে ভিখারিকে যথাসাধ্য দান করুন ও ধোয়া পোশাক পরে বের হন।

কন্যা (২৪ অগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং আকাশি  শুভ সংখ্যা ১১
কর্মস্থলে কোনো লাভজনক যোগাযোগ। ধন হানির সম্ভাবনা। আত্মীয়দের সঙ্গে মতান্তর। নানা বিষয়ে উদ্বেগ ও মানসিক উত্তেজনা। শারীরিক ব্যাপারে সচেতন হোন। প্রেম নিয়ে উত্তেজনা। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় পরিশ্রমের ফলে কর্মে নিপুণতা।

টোটকা: কাক –কুকুরকে খাওয়ান। গাছের গোড়ায় পানি দিন। পোশাকে কোনো সুগন্ধি দ্রব্যাদি মেখে বের হন।

তুলা (২৪ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর) শুভ রঙ কালো,  শুভ সংখ্যা ৩০
বদবুদ্ধির অপপ্রয়োগে ক্ষতি হতে পারে। নীচস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া বা অহংকার আজ পরিত্যাগ করুন। আত্মীয়ের বিষয় অনীহা প্রকাশ। সন্তানের কাজের সূত্রে বিদেশ থেকে যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ। প্রেমে জীবনসঙ্গীর উদ্যমে শুভ লাভ। কর্মস্থলে উচ্চপদাধিকারীর আস্থা লাভ। ব্যবসা মন্দ নয়।

টোটকা: সাধ্যানুযায়ী ফকির বা সন্ন্যাসীকে খাদ্য দান করুন। সামান্য কর্পূর সহ মিষ্টি দই খান। গুরুজনের আর্শীবাদ নিয়ে বাসা থেকে বের হন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রঙ সাদা, শুভ সংখ্যা ৭
পাওনা কোনো অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায়ে লগ্নির ফল শুভ হতে পারে। পরিস্থিতির চাপে মাথা গরম হওয়ার সম্ভাবনা। পরিবারে অশান্তি ও বিশৃঙ্খলা থাকতে পারে। শারীরিক অবসাদ। দিনের দ্বিতীয় ভাগ শুভ। ফলপ্রদ ব্যবসায়িক যোগাযোগ। কর্মস্থলে দায়িত্বপালন। সন্তানের কর্মময় দিন। প্রেমে একাকিত্ব।

টোটকা: পরিবারের বাচ্চাদের সাধ্যমতো চকলেট বা কোনো উপহার দিন। অষ্টগন্ধার তিলক ধারণ করুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং, বেগুনি  শুভ সংখ্যা ১
পারিবারিক কোনো সিদ্ধান্ত দিনের শেষে নেওয়াই ভালো। শারীরিক অবসাদ ও অলসভাব থাকতে পারে। নিজের সিদ্ধান্তে কাজ করুন। লোভে পড়ে আজ কেনো কাজ করতে যাবেন না। বেপরোয়া উদ্ধতভাব থেকে আজ নিষ্ক্রিয় থাকুন। জীবনসঙ্গীর দ্বারা মন চঞ্চল হতে পারে। কর্মস্থলে লাভজনক কোনো প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় বাধাপ্রাপ্ত।

টোটকা: কর্পূর সহ শ্বেতচন্দনের তিলক বুকের মাঝে দিন। সামান্য কর্পূর পানিতে মিশিয়ে পান করুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৩
ব্যবসায় বড় অঙ্কের টাকা ইনভেস্ট করার আগে দু’বার ভাবুন। গুরুজনের অসহিষ্ণুতা। পারিবারিক মতভেদ। সন্তানের শিল্পকলায় আগ্রহ। প্রেম নিয়ে দুশ্চিন্তা। কর্মও ব্যবসা সাধারণ মানের। রক্তচাপ বা সুগারের রোগ ভোগাতে পারে।

টোটকা: কাককে খাওয়ান। বাথরুম পরিষ্কার রাখুন। বাসায় সুগন্ধি ধূপ ব্যবহার করুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৪
মানসিক ও শারীরিক অবসাদ। গুরুজনদের কারণে দুশ্চিন্তা। কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সন্তানের স্বার্থপর মনোভাব। আপনাকে লজ্জায় ফেলতে পারে। কমর্স্থলে সহর্কমীদের সহযোগিতা। প্রেমে বাধা। অযথা ঝগড়ায় জড়াবেন না।
 
টোটকা: গোলাপ জল মিশ্রিত পানিতে গোসল করুন। ৯টি হলুদ ফুল হলুদ বা লাল কাপড়ে মুড়ে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন। কাককে শস্য দানা খেতে দিন।

মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) শুভ রং রুপালি, শুভ সংখ্যা ৯
সামাজিক পরিচিতি ও সম্মান বৃদ্ধি। পুরনো কোনো রোগে অসুস্থ হতে পারেন। অর্থ নিয়ে চিন্তা করে আজ কোনো লাভ হবে না। সাংসারিক সমস্যা কমবে। সন্তানের কারণে অর্থ ব্যয়। উপস্থিত বুদ্ধির দ্বারা শত্রুর মোকাবিলা। ব্যবসায়ে অর্থাগম। দাম্পত্য জীবনে সুখ। প্রেমের জন্য আজ দিনটি শুভ।

টোটকা: ৫টা সাদা ফুল সাদা কাপড়ে মুড়ে বাড়ির ঈশান কোণে বেঁধে ফেলে রাখুন। রুপা বা রুপালি রঙের কোনো ধাতু ব্যবহার করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।