ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মেঘের জলপ্রপাত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ডিসেম্বর ৩, ২০১৩
মেঘের জলপ্রপাত!

মেঘ না জল, জল না কুয়াশা, নাকি মেঘ! ছবিগুলো দেখে প্রথমে যে কেউ একটু দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়বেন।

ছবিগুলি যুক্তরাষ্ট্রের পার্ক রেঞ্জারস থেকে তোলা।

গ্রান্ড ক্যানিয়ন থেকেও এই অসাধারণ দৃশ্য দেখা যায়। এই দুই জায়গা থেকে মেঘের অদ্ভুত এক রাসায়নের দেখা মেলে।


পার্ক রেঞ্জার্সের একজন কর্মকর্তা মেঘের দুরন্ত গতিতে ছুটে চলা ও জলপ্রপাতের মতো দৃশ্য ক্যামেরাবন্দি করতে মুখিয়ে ছিলেন। এই দৃশ্য এভাবে সারা বছর সচারাচার দেখা যায় না। এসময় দেখা মেলে না নিচের কলোরাডো নদীও।

আবাহাওয়ার এই বিস্ময়কর মুহূর্তটি আসে খুব কম। ফটোগ্রাফার এরিন হুইটেকার ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন। প্রকৃতপক্ষে বিরূপ আবহাওয়ায় মেঘের বিপর্যয়ের ছবি। জীবনে এমন বিস্ময়কর, মনকাড়া, অসাধারণ মুহূর্ত বারবার আসে না বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।