আপনি যদি জানতে চান আপনার কোন রাশি, কি লগ্ন, কি গণ বা আগামী দিন আপনার কেমন যাবে? তাহলে একটি মেইল করুন bnrashifol24@gmail.com এ । আপনার জন্ম তারিখ, মাস, সাল, জন্মস্থান, জন্মসময় জানান।
জ্যোতিষ রুবাই আপনাকে দেওয়ার চেষ্টা করবেন সমস্যার সঠিক সমাধান। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আপনার প্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজে।
আজ দিনটি কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ০৪/১২/২০১৩

অতিরিক্ত কাজের চাপ ও ব্যস্ততার মধ্যে দিন কাটবে। ঋণ বা পাওনা কোনো টাকা পেতে পারেন। বাসার কারো জন্য বা নিজের জন্য বিলাসদ্রব্য অথবা বাহন ক্রয়ের অভিলাষ। শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বহাল থাকবে। শত্রু মোকাবিলা। জীবনসঙ্গীর শরীর নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অলসতা গ্রাস করতে পারে। রক্তাচাপ বাড়ার সম্ভবনা থাকবে।
টোটকা: দুইবেলা নিরামিষ খাবার খান। কোনো পরিচিত ব্যক্তিকে বই বা পেন উপহার দিন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-৬,৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২৬, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ১২, ১৩, ১৪। জাতিকা হলে: একই

ধর্মীয় মনোভাব ও সদিচ্ছা। স্কুলবিদ্যায় সহজ অগ্রগতি। যোগাযোগ বাড়বে। কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। শত্রুর সক্রিয় হওয়ার বড় সম্ভবনা। দাম্পত্যজীবেনে বাধা। প্রেমে অবস্বাদ গ্রাস করতে পারে। সন্তানের উন্নতি। কর্মস্থল জটিল হয়ে উঠতে পারে। ব্যবসায় মূলধন বিনিয়োগ। শরীর ও মনে অলসতা।
টোটকা: গোসল করে একমুঠো তিল পানিতে ফেলে দিন। একটুকরো তামা লাল রুমাল বা কাপড়ে মুড়ে সঙ্গে রাখুন। লাল বা সাদা শেডের পোশাক আজকের দিনে শুভ।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন- ২, ৩, ৬, ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ২০ অশুভ দিন- ২৪, ২৫, ২৬। জাতিকা হলে: একই

স্কুলবিদ্যায় সাফল্য ও প্রশংসা লাভ। পরিবারের মধ্যে আনন্দ ও উন্নতি। একাধিক সদুপায়ে ধনাগম। শত্রু দ্বারা কোনো ক্ষতির সম্ভবনা নেই। শত্রুনাশ। জীবনসঙ্গীর কামুক মনোভাব। সন্তান নিয়ে গর্ববোধ হলেও আস্থাহীনতায় মনকে ভাবাবে। কর্মক্ষেত্রে মাঝামাঝি দিন। ব্যবসায় আন্তরিক প্রচেষ্টা ও সাফল্য। পিতৃস্থানীয় গুরুজনদের কাছ থেকে দোয়ালাভ।
টোটকা: সারাদিনে যে কোনো একবার একটুকরো দারুচিনির সঙ্গে সামান্য মধু মিশিয়ে খান। সাধ্যমতো কাউকে দান বা উপহার দিন। সাদা বা হালকা রঙের কাচা-ধোওয়া পোশাক পরে বাসা থেকে বের হন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-২, ৩, ৬, ১৭, ২২, ২৩, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৫, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ৮, ৯, ১০। জাতিকা হলে: মধ্যম শুভ দিন- ২, ৩, ১০, ১৭, ২২, ২৩, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ৪, ৫, ৬, ৩১।

বাক্য ও ব্যবহারে সরলতা ও সুরুচির পরিচয়। সামাজিক পরিচিতির গণ্ডি বৃদ্ধি। পরিবারে অশান্তির পরিবেশ। অসৎ বুদ্ধি দেওয়ার লোকজনের কাছ থেকে আজ একটু এড়িয়ে চলুন। ব্যবসায় সঠিক পথ নির্ধারণ করতে সমস্যায় পড়তে হবে। দাম্পত্যজীবন ও প্রেমে চলনসই দিন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব সর্তকের সাথে নিন। ঠাণ্ডা থেকে নিজেকে বাচিয়ে চলুন।
টোটকা: সামান্য হলুদ জিহ্বা ও বুকের মাঝে দিন। সামান্য চিনিসহ মধু খান। সাদা বা সবুজ পোশাক আজকের জন্য শুভ।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে) : মধ্যম শুভ দিন-৩, ৬, ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২৬ অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ২২, ২৩, ২৪। জাতিকা হলে: ৩, ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭, ২২, ২৬ অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ১০, ১১, ১২।

ঠাণ্ডাজনিত রোগে কাহিল হতে পারেন। কোনো ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভবনা। বাক্যে তীক্ষ্ণবুদ্ধির পরিচয়। উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ হাসিল। অর্থযোগ ও কর্মযোগ আছে। বাসায় অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। মাতুল বংশ থেকে বিরোধিতার সম্ভবনা। প্রেমে অবস্বাদ। সন্তানের স্বার্থপর মনোভাব অপরের কাছে দৃষ্টিকটূ লাগতে পারে। ব্যবসায় অগ্রগতি স্বভাবিক।
টোটকা: একটুকরো কাঁচা হলুদ ও তামা নিয়ে হলুদ সুতো দিয়ে বেধে কাপড় বা কাগজে মুড়ে নিজের সঙ্গে রাখুন। বাসায় চন্দন ধূপ ব্যবহার করুন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ৬, ৭, ৮। জাতিকা হলে: একই।

সাহসের সঙ্গে বিরুদ্ধ পরিবেশের মোকাবিলা করুন, তাতে শত্রুনাশ ও লাভ হবে। ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিন। বুদ্ধিদীপ্ত বাক্যালাপ ও প্রত্ত্যুতপন্নমতিতে কাজ হাসিল হতে পারে। আত্মীয়ের কারণে ধনহানির সম্ভবনা। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। মা বা মাতৃস্থানীয়ের শরীর নিয়ে চিন্তা। কর্মস্থলে অপযশ বিষয়ে সচেতন হোন। ব্যবসায়ে উল্লেখযোগ্য উন্নতি। পরিবার ও প্রেমে শুভ যোগ।
টোটকা: কাক–কুকুরকে খাওয়ান। সাধ্যানুযায়ী পির-ফকিরকে নতুন অথবা পুরনো বস্ত্র দান করুন। বাড়ির উঠোন বা চৌকাঠে সামান্য চিনি ও আতপ চাল ছড়িয়ে দিন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-২, ৩, ৭, ৮, ১০, ১৫, ১৬, ২২, ২৬, ২৯ অত্যন্ত শুভ দিন- ৯, ১২, ১৯, ২৭ অশুভ দিন- ১৭, ১৮, ১৯। জাতিকা হলে: ৬, ৭, ৮,১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৬ অত্যন্ত শুভ দিন- ৯, ১২, ১৯, ২৭ অশুভ দিন- ১, ২, ৩, ২৯, ৩০, ৩১।

মানসিক দ্বন্দ্ব ও সন্ত্রস্ত মনোভাব। জমি-বাড়ির সম্পত্তি বা কোনো জরুরি সম্পত্তি সংক্রান্ত নথিপত্র ভালোভাবে দেখে বুঝে হস্তান্তর করুন। উপায় থাকলে আজ হস্তান্তর না করাটাই শ্রেয়। উচ্চশিক্ষার প্রচেষ্টা। সন্তানের পরিশ্রম ও সুবুদ্ধির পরিচয়। জীবনসঙ্গীর ছোটোখাটো প্রাপ্তিযোগ। কর্মস্থলে নিপুণতার পরিচয়। ব্যবসা মাঝারি। পথে হঠাৎ কোনো বিপদের সন্মুখীন হতে পারেন।
টোটকা: সামান্য কর্পূর ও গোলাপ জল মিশ্রিত পানিতে গোসল করুন। এক টুকরো কাঁচা হলুদে লাল সুতো ৯ বার পাঁকিয়ে কাগজ বা কাপড়ে মুড়ে সঙ্গে রাখুন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-৩, ৮, ১০, ১৭, ২২, ২৩, ২৯ অত্যন্ত শুভ দিন- ১, ৯, ১২, ১৩, ১৯, ২৭ অশুভ দিন- ৪, ৫, ৬, ৩১। জাতিকা হলে: ১০, ১৭, ২২, ২৩, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন-৪, ৬, ৭, ৮।

রক্তচাপ বা মেটাবলিক ডিজিজের কারণে শারীরিক ভোগান্তি। পারিবারিক অবস্থার ক্রমোন্নতি। জীবনসঙ্গীর কারণে আকস্মিক বিপদ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। কারও দ্বারা অপ্রত্যাশিত সাহায্য লাভ। সন্তানের দিক থেকে শুভ। ব্যবসায় দোনামোনা। কর্ম মাঝারি। বিপদ থেকে সাবধানে হোন।
টোটকা: শ্বেতচন্দন ও কর্পূরের তিলক বুকের মাঝে ধারণ করুন। সামান্য কর্পূরসহ দই মুখে দিন। বেরোবার সময় ও রাতে শোবার আগে যাকে শ্রদ্ধা করেন তিনবার তার নাম মনে মনে নিন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-২, ৩, ৬, ৭, ৮, ২২, ২৩, ২৬, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ১২, ১৩, ২৭, ৩০। অশুভ দিন- ১৫, ১৬, ১৭। জাতিকা হলে: ১, ৩, ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৪, ২৬, ২৯ । অত্যন্ত শুভ দিন- ১, ১২, ১৩, ২৭, ৩০ অশুভ দিন- ৪, ৫, ৬, ৩১।

শত্রুর অপচেষ্টা ব্যর্থ হবে। অতিরিক্ত অর্থব্যয় ও অর্থ চিন্তায় মনোকষ্টের প্রভাব। খাদ্যনালি বা ইউটেরাসের সমস্যা হলে সাবধান। কর্মে সাফল্য ও সুকৃতির সম্মান। পিতার ভাগ্যে উন্নতি ও সামান্য প্রাপ্তিযোগ। পারিবারিক দুশ্চিন্তা ও সন্তানের বিষাদ ভাব। ব্যবসা মন্দের ভালো।
টোটকা: পরিবারের জন্য সাধ্যমতো ফল বা মিষ্টি কিনুন। সাদা বা হালকা হলদে রঙের পোশাক পড়ুন। রুমে সুগন্ধি ধূপ ব্যবহার বা আতর জাতীয় কিছু ব্যবহার করুন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭, ২৬, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১৩, ১৯, ২৭ অশুভ দিন- ১০, ১১, ১২। জাতিকা হলে: ৬, ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ২৪, ২৫, ২৬।

নার্ভাসনেসের কারণে অবসাদ। দাম্পত্য জীবনে সুখ ও প্রেম লাভ। বিলাস দ্রব্য ব্যবসায় অধিক লাভ। পায়ু বা হাড়জনিত অসুখে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান লাভ। দুষ্টু ব্যক্তির বিষয়ে সচেতন হোন। দরকার না থাকলে বাসা ও কর্মস্থল ছাড়া অন্য কোনো স্থানে না যাওয়াই ভালো।
টোটকা: পানিতে সামান্য কটা চাল ও গোলাপ জল মিশ্রিত পানিতে গোসল করুন। গোসলের প্রথম পানি বা হাত দিয়ে মাথায় ঢালুন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-২, ৩, ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৯, ১২, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ২২, ২৩, ২৪। জাতিকা হলে: ৭, ৮, ১০, ১৫, ১৬, ১৭, ২২। অত্যন্ত শুভ দিন- ৯, ১২, ১৯, ২৭। অশুভ দিন- ২৯, ৩০, ৩১।

মানসিক বিক্ষিপ্ত ভাব ও চঞ্চলতা। স্কুল বিদ্যায় সুফলের আশা। জীবনসঙ্গীর কর্মে উন্নতি। ধর্ম ও ধর্মভাব। পেটজনিত অসুখে কষ্ট পেতে পারেন। দিনের দ্বিতীয়ভাগে কর্মক্ষেত্রে জটিলতার আভাস। ব্যবসায় অলসতার কারণে সুযোগ নস্ট হতে পারে। পরিবার নিয়ে চিন্তা না থাকলেও গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন।
টোটকা: নিরামিষ খান। বাড়ির সামনে ফাঁকা জায়গায় বা দরজার চৌকাঠে তিল ও চিনি ছড়িয়ে দিন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-২, ৩, ৮, ১০, ১৭, ২২, ২৩, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৯, ১২, ১৩, ১৯, ২৭, ৩০ অশুভ দিন- ৪, ৫, ৬, ৩১। জাতিকা হলে: ২, ৩, ৮, ১০, ২২, ২৩, ২৯। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ৯, ১২, ১৩, ২৭, ৩০ অশুভ দিন- ১৭, ১৮, ১৯।

শারীরিক অলস ভাব। উচ্চশিক্ষায় সফলতা বা সুযোগ লাভ। সন্তানের শ্রীবৃদ্ধি। ব্যবসায়ে সঠিক নীতি নির্ধারণ। বুদ্ধিবলে কর্মসিদ্ধি। কর্মস্থলে সুনাম। জীবনসঙ্গীর দায়িত্ব পালন। গুরুজনের স্বাস্থ্যভঙ্গ। প্রাপ্তিযোগ ও আনন্দ। ব্যবসায়ে অর্থাগম। দাম্পত্য জীবনে সুখ। প্রেমের জন্য আজ দিনটি শুভ।
টোটকা: বাড়ির বা বাসার চৌকাঠে আতর ও গোলাপ জল মিশিয়ে ছড়িয়ে দিন।
ডিসেম্বর ২০১৩’র শুভ-অশুভ দিন (জাতক হলে): মধ্যম শুভ দিন-৩, ৬, ৭, ১৫, ১৬, ১৭, ২২, ২৩, ২৬। অত্যন্ত শুভ দিন- ১, ৫, ১২, ১৩, ২৭, ৩০ অশুভ দিন-৮, ৯, ১০। জাতিকা হলে: মধ্যম শুভ দিন- একই। অত্যন্ত শুভ দিন- একই। অশুভ দিন- একই।
ডিসেম্বর মাসের ৪, ১১, ১৪, ১৮, ২০, ২১, ২৪, ২৫, ২৮ এবং ৩১ তারিখ দিনগুলো বিশেষ শুভ নয়। তাই ওই দিনগুলোতে কোনো শুভ কাজ না করাই ভালো। তবে ২৭ ডিসেম্বর শুক্রবার দিনটি অত্যন্ত শুভ। যারা নিজের রাশি জানেন না তারা এই দিনটিতে যে কোনো শুভ কাজ করতে পারেন। শুভ সময়টি জেনে নেবেন। অবশ্যই সফল হবেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আমরা আপনাদের জানাবো তিলোত্তমা ‘তিল’ দিয়ে নারী ও পুরুষের ভাগ্য নির্ধারণ বিষয়ে।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩