আপনি যদি জানতে চান আপনার কোন রাশি, কি লগ্ন, কি গণ বা আগামী দিন আপনার কেমন যাবে? তাহলে একটি মেইল করুন bnrashifol24@gmail.com এ । আপনার জন্ম তারিখ, মাস, সাল, জন্মস্থান, জন্মসময় জানান।
জ্যোতিষ রুবাই আপনাকে দেওয়ার চেষ্টা করবেন সমস্যার সঠিক সমাধান। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আপনার প্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজে।
আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বৃহস্পতিবার, তারিখ- ০৫/১২/২০১৩

আজকের দিনটা মধ্যম। হজমের সমস্যায় ভুগতে পারেন। প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। শেয়ারবাজারে বিনিয়োগ থাকলে বাজার উপরে ওঠার সুযোগে শেয়ার বিক্রি করে বেরিয়ে আসুন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যোগাযোগ বাড়বে। বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। শুভ ধাতু লোহা।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যাতে তার উপর সূর্যের আলো পড়ে।

দিনটি শুভ। তবে হাই প্রেসারের সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনোরকম ঝামেলা এড়িয়ে চলুন। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। তবে দিনের মধ্যভাগ থেকে সন্তান নিয়ে আস্থাহীনতা শুরু হতে পারে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো নিকট আত্মীয়ের উন্নতির খবর আসতে পারে।
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

দিনটা শুভ। উচিত কথা বলতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। সন্তানের কাজকর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ত্রণ করুন। সতর্ক হয়ে খাদ্য গ্রহণ করুন। পথে যে কোনো গোলমাল থেকে দূরে থাকুন। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের খবর আসতে পারে। শুভ ধাতু তামা।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরীবদের বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।

আপনার আজকের দিনটা মধ্যম। কর্মস্থলে কোনো ঘটনার পুনরাবৃত্তি হওয়াকে আটকান। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য আসতে পারে। তৃতীয় ব্যক্তি আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করবে। বিতর্ক এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে শুভ। বাতজনিত সমস্যা বাড়তে পারে। আজকের দিনে সতর্ক হয়ে গাড়ি চালান।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

দিনটি শুভ। শিরদাঁড়াজনিত রোগ দেখা দিতে পারে। গুরুজনের পরামর্শে আপনার উন্নতি হবে। চিত্রকলা, নাটক, সিনেমা, সাহিত্য বিভাগের সাথে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার উৎপত্তি। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। নিকট আত্মীয়ের দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন। শুভ ধাতু দস্তা।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

আপনার আজকের দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার আজ সুরাহা হতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। জমি-বাড়িতে বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে।
টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি ও মধু সেবন করুন।

আপনার দিনটা শুভ। কোনো রকম উচিত কথা বলতে গিয়ে বির্তকের, ঝগড়ার সৃষ্টি হতে পারে। প্রিজনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মননোমালিন্যের সম্ভাবনা।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে নিকট বন্ধুর সাহায্যে। কিন্তু মাইগ্রেনের ব্যথায় কষ্ট পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। পরিবারের সঙ্গে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। নিকট আত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

দিনটা মধ্যম। গৃহে আত্মীয় সমাগমে আনন্দ অনুষ্ঠানের যোগ। বস্ত্র ও ইমারতি দ্রব্যের বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। নতুন যোগাযোগ হতে পারে। খাদ্যনালি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। পথে কোনো আকস্মিক ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। প্রেমের জন্য দিনটি অশুভ।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

আপনার আজকের দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সম্পত্তি সমস্যার আজ সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। জমিতে বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধুলাভের যোগ আছে। উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। পায়ের হাড়ে কোনো ব্যথা হতে পারে। আজ এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে পরে বিপত্তির সৃষ্টি হতে পারে। ট্রাভেলএজেন্সি বা নির্মাণ সংক্রান্তের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। গাড়ি চালকরা অতি সাবধান।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিতে যব, গম , চাল ভিজিয়ে রাখুন।

দিনটা মধ্যম। আপনি স্পষ্টবাদী। কর্মস্থানে ঋজু ও নির্ভিক কথার কারণে বসের বিরাগভাজন হবেন। এখনি কোনো বাড়ি কেনার কথা ভাববেন না। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অবসাদ থকে দূরে থাকুন। রক্ত পাতের সম্ভাবনা আছে। পথে সাবধানে চলাফেরা করুন।
টোটকা: কাক ও কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গরীবদের বস্ত্র দান করুন।
তিলোত্তমা ‘তিল’ দিয়ে নারী ও পুরুষের ভাগ্য নির্ধারণ:
ভারত উপমহাদেশের এক অতি প্রাচীন ভাগ্য নির্ধারণ পদ্ধতি এই ‘তিল’ বিচার পদ্ধতি। শোনা যায়, বিপুল সংখ্যক মানুষের উপর দীর্ঘদিন ধরে পরিসংখ্যান চালিয়ে লেখা হয়েছিল এই বিচার পদ্ধতি।
আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে আমারা বলি ‘থিওরি অফ প্রবাবিলিটি’ সেই তত্ত্বকেই সামনে রেখে এই বিচার পদ্ধতির নির্মাণ করা হয়েছিল অনেক যুগ আগে।
কথিত আছে, প্রাচীন ভারতের রাজ জ্যোতিষীরা এই তত্ত্বের মাধ্যমেই সদ্য জন্ম নেওয়া রাজপরিবারের সদস্যের ভবিষ্যৎ বিচার করতেন। বাংলানিউজের পাঠকদের জন্য সেই প্রাচীন পুঁথি থেকে তুলে দেওয়া হলো কিছু তথ্য।
১. কপালের বামদিকে তিল থাকলে জাতকের অল্প বয়সে বিয়ে হবে। এছাড়া মন থাকবে সবসময় চঞ্চল।
২. কপালের ডানদিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান ও ধনশালী হয়।
৩. পুরুষের ডান ভ্রুতে তিল থাকলে জাতকের ভালো ও সুন্দরী স্ত্রী লাভ হবে। নারী হলে গুণবান, সুদর্শন স্বামীর স্ত্রী হতে পারবে।
৪. পুরুষ/নারীর বাম ভ্রুতে তিল থাকলে জাতক/জাতিকার মনে নানা অশুভ চিন্তা আসবে, সব কাজে বাধা আসবে। যতটা প্রাপ্তিযোগ হওয়া উচিত তার থেকে কম পাবে ও প্রায়ই হঠাৎ অর্থহানি হবে।
৫. পুরুষ/নারীর নাকে তিল থাকলে জাতক/জাতিকার মনের ইচ্ছা পূরণ হবে, সব কাজে সফলতা আসবে, ভাগ্যে উন্নতি ঘটবে।
৬. পুরুষ/নারীর ঠোঁটের উপরে তিল থাকলে জাতক/জাতিকা লোকপ্রিয়, শক্তিশালী ও কাজ করতে ভালোবাসে।
৭. পুরুষ/নারীর ঠোঁটের নিচে তিল থাকলে জাতক/জাতিকা সুখভোগ লাভ করে ও বিলাসিতার সঙ্গে জীবনযাপন করে।
৮. পুরুষ/নারীর চিবুকে তিল থাকলে জাতক/জাতিকার জেদি প্রকৃতির সম্পন্ন হবে ও অনেক লোকের কাছে প্রিয়পাত্র হয়ে উঠবে।
৯. পুরুষ/নারীর গায়ে তিল থাকলে জাতক/জাতিকা অর্থকষ্টে ভুগবে।
১০. পুরুষ/নারীর চোখে তিল থাকলে জাতক/জাতিকা দূরের চিন্তাভাবনা করতে পারবে ও পণ্ডিত ব্যক্তি হবে।
১১. পুরুষ/নারীর কণ্ঠে তিল থাকলে জাতক/জাতিকা পড়াশুনায় ভালো হয় ও ভাগ্যশালী হয়।
১২. পুরুষ/নারীর বুকে তিল থাকলে জাতক/জাতিকা কন্যা সন্তানের জন্ম দেয়, এরা কোনকিছু কেই ভয় পায় না ও বলশালী হয়।
১৩. পুরুষ/নারীর পেটে তিল থাকলে জাতক/জাতিকা অতি ভোজনশীল হয়।
১৪. পুরুষের কোমরের নিচে তিল থাকলে জাতক অতিরিক্ত কামুক হয়।
১৫. মেয়েদের কোমরের নিচে ডানদিকে তিল থাকলে জাতিকার প্রচুর ধনবৃদ্ধি হয়, যশস্বী ও সৌভাগ্যবতী হয়।
১৬. পুরুষ/নারীর পায়ে তিল থাকা অশুভ লক্ষণ।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৩