চট্টগ্রাম: গ্রামের মেঠোপথ, গাছগাছালি ঘেরা সবুজ অরণ্য ছেড়ে নগরে ঘুরতে এসে খাঁচায় বন্দি হয়েছে একটি মেছো বাঘ। গত রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় মনোহর আলী মাষ্টার বাড়িতে মেছো বাঘটি ধরা পড়েছে।
বাড়ির মালিক বাহাদুর শাহ নিজেই মেছো বাঘটিকে বন্দি করেন। তিনি বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ঘরের দরজা খোলা রেখে ড্রইং রুমে টিভি দেখছিলেন। এসময় বাড়ির সামনে ঝোপের ভেতর বিড়ালের মত কিছু একটা ছুটে যেতে দেখেন।
তিনি এসময় তার ছেলে ও ভাইকে নিয়ে জাল দিয়ে ঘিরে রাখেন ঝোপ থেকে বের হওয়ার পথ। মিনিট পাঁচেকের মধ্যে সেই জালে মেছো বাঘটি আটকা পড়ে। এসময় বাঘটির একটি চোখ ও কানে জখমের চিহ্ন দেখেন বলে জানান বাহাদুর শাহ।
এদিকে মেছো বাঘটি ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর গত তিনদিন ধরে শত শত মানুষ দেখতে ভিড় করছেন বাহাদুর শাহ’র বাসায়। লোক সমাগম ঠেকাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে বাহাদুর শাহ’র পরিবারকেও।
তিনি জানান, লোকজন দেখলেই মেছো বাঘটি হিংস্র আচরণ শুরু করছে। এ কারণে তারা বাঘটিকে একটি পাখির খাঁচায় বন্দি করে রাখতে বাধ্য হয়েছেন।
বাহদুর শাহ আরও জানান, আটক বাঘটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা. মনজুর মোরশেদের পরামর্শ অনুযায়ী বাঘটিকে বর্তমানে বাচ্চা মুরগীর মাংস ও ওরস্যালাইন খাওয়ানো হচ্ছে।
হরতাল ও অবরোধ শেষে বাঘটি চিড়িয়াখানা পৌঁছে দেয়া হবে’-- যোগ করেন বাহাদুর।
বাংলাদেশ সময়: ১৭২০ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১৩