আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
বুধবার, তারিখ- ১১/১২/২০১৩মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং সবুজ শুভ সংখ্যা ১৯
আপনার আজকের দিনটি শুভ। তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আপনার আজকের দিনটি শুভা-শুভ মিশ্রিত। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে নিকটাত্মীয়ের সাহায্যে। কিন্তু চোখের সমস্যা থাকলে কষ্ট পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। পরিবারের সঙ্গে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। নিকটাত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে। প্রেমের জন্য অনুকূল নয়। মনকে স্থির রেখে লক্ষ্যে অবিচল থাকুন।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আপনার দিনটা শুভ। অযাচিত লাভের সুযোগ আসতে পারে। মানসিক চাপ থকে দূরে থাকুন। প্রিয়জনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। পরিবারের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী গুরুত্ব পাবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা। শুভ কাজ ফেলে না রেখে আজকেই শুরু করে দিন।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। জমি-বাড়িতে বিনিয়োগ করতে পারেন। দিনের মধ্যভাগে খুশির খবর আসবে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। ব্যবসার জন্য প্রতিকূল। নিরাশ হবেন না। ধৈর্য বজায় রাখুন।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

দিনটি মিশ্র। শিরদাঁড়াজনিত রোগ দেখা দিতে পারে। গুরুজনের পরামর্শে আপনার উন্নতি হবে। শিক্ষা বিভাগে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার উৎপত্তি। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিকলাভ হতে পারে। নিকট বন্ধু বা আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। শুভকাজ শুরু করতে দেরি করবেন না।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

দিনটা মধ্যম। হজমের সমস্যায় ভুগতে পারেন। প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। তবে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। অবাস্তব প্রতিশ্রতি থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যোগাযোগ বাড়বে। বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক দৃশটি রাখুন। প্রেমের জন্য অনুকূল। শুভ ধাতু লোহা।
টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি ও মধু সেবন করুন।

দিনটি শুভ। তবে হাইপ্রেসারের সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ঝামেলা এড়িয়ে চলুন। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো নিকটাত্মীয়ের উন্নতির খবর আসতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। অযাচিত সুযোগ আসতে পারে, তবে তাকে সতর্ক হয়ে গ্রহণ করুন।
টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিষ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন।

দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কাছের বন্ধুর সাহায্যে। সুডায়াবেটিস রোগীরা চোখ ও পায়ের পরীক্ষা করান। বস্ত্র ও ইমারতি দ্রব্যের বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। নতুন যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। জমিতে বিনিয়োগ করতে পারেন। শুভকাজ ফেলে রাখবেন না। আঘাত ও রক্তপাতের যোগ আছে।
টোটকা: গোলাপ জল মিশ্রিত পানিতে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

দিনটা শুভ। তবে কোনোরকম উচিত কথা বলতে গিয়ে বির্তকের, ঝগড়ার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। সন্তানের বিদেশ যাওয়ার সুযোগ। কোনো রকম চমকে প্রভাবিত হবেন না। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। সিন্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ হোন। শুভ ধাতু দস্তা।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে জব, গম, চাল ভিজিয়ে রাখুন।

দিনটা মধ্যম। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। প্রিয়জনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। আপনার সততার সুযোগ নিতে পারে আপনার কোনো বন্ধু। চাটুকারদের থাকে সবাধান।
টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

দিনটি শুভ। তবে হাঁটুজনিত রোগ দেখা দিতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে নিকট বন্ধুর সাহায্যে। সিন্ধান্ত ভেবে নিন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। নতুন বন্ধুলাভের যোগ আছে। রক্তপাতের সম্ভাবনা আছে। শুভ ধাতু রুপা।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

দিনটা মধ্যম। তবে হাইপ্রেসারের সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। উচিত কথা বলতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। তবে কোনোভাবেই লোভে বশীভূত হবেন না। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। প্রিজনদের অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কাছের বন্ধুর সাহায্যে। ব্যবসা ক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে অনুকূল।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩