ঢাকা: জাপানের এ দ্বীপটির নাম তাসিরোজিমা। তবে ‘ক্যাট হ্যাভেন আইল্যান্ড’ হিসেবেই বাকি বিশ্বের কাছে বেশি পরিচিত দ্বীপটি।
দ্বীপের বাসিন্দাদের বিড়ালের প্রতি ভক্তি সত্যিই অতুলনীয়। পৃথিবীর অন্য কোথাও এতটা বিড়ালপ্রেম হয়তো আপনার চোখে পড়বে না।
বিড়ালের যত্ন সৌভাগ্য ও সম্পদ বয়ে আনে এমন প্রাচীন বিশ্বাস থেকেই নিজেদের পোষা বিড়ালের রাজকীয় ভরণপোষণ করেন দ্বীপটির বাসিন্দারা।

মনের আনন্দে ঘরের জানালায় ঝুলছে কতগুলো বিড়াল। এয়ারকন্ডিশন যন্ত্রের ওপর বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে কয়েকটি বিড়াল। পেছন থেকে দলের আরও কয়েকটি গভীর মনোযোগ দিয়ে তা দেখছে!

মানুষের মতই মোটরসাইকেল চালানোর কসরৎ করছে একটি বিড়াল!

হাজার হোক মনিবের মালামাল বলে কথা। তাই পাহারা দিচ্ছে একটি বিড়াল!

সামনে উঁচু দেয়াল, তাতে কি! কিভাবে তা টপকানো যায় মাথায় সেই চিন্তা। আর শুধু চিন্তা করলেই তো হবে না, তা বাস্তবায়নও তো করতে হবে!

সবকিছুই তো হলো,একটু প্রেম করতে দোষ কি?
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)