ঢাকা: রাজধানীর অভিজাত হোটেল দ্য ওয়েস্টিন ভোজন রসিকদের জন্য বাংলাদেশি বিরানী, ভারতীয় তন্দুর ও নান, মিডল ইস্টার্ন ডিপ, কৌজি ও শর্মা, সিফুডসহ বিভিন্ন খাবারের আয়োজন রেখেছে।
প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোজন রসিকদের জন্য ওয়েস্টিনের খাবার ম্যানুতে রয়েছে বাংলাদেশি বিরানী, ভারতীয় তন্দুর ও নান, মিডল ইস্টার্ন ডিপ, কৌজি ও শর্মা।
সীফুড প্রেমীদের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থা। সীফুড ম্যানুতে রয়েছে আমদানিকৃত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সতেজ মাছের বিভিন্ন কারি।
প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া যাবে সীফুড। খরচ পড়বে সাড়ে চার হাজার টাকা।
রাজধানী ঢাকার গুলশান-২ এ অবস্থিত ওয়েস্টিন হোটেল। ২৪টি ফ্লোরের এ হোটেলটি বাংলাদেশের উচ্চতম ও দক্ষিণ এশিয়ার উচ্চতম হোটেলগুলোর একটি। অত্যাধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ হোটেলটি।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর