ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

দৌলতদিয়া ঘাটে কয়েক’শ মালবোঝাই ট্রাক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, ডিসেম্বর ২৫, ২০১৩
দৌলতদিয়া ঘাটে কয়েক’শ মালবোঝাই ট্রাক ছবি- ফাইল ফটো

দৌলতদিয়া: ১৮ দলের ডাকা অবরোধ শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যানবাহনের চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।

বুধবার সকাল থেকে ঘাট এলাকায় গাড়ির চাপ বাড়তে থাকে।

অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পার করায় আটকা পড়েছে মালবাহী ট্রাক।

গোল্ডেন লাইন পরিবহনে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছেন মো. কুদ্দস। তিনি জানান, অবরোধের কারণে নির্ধারিত সময়ের একঘণ্টা পরে গাড়ি ফেরিতে ওঠার সুযোগ পেয়েছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত আটকা পড়া ট্রাকের সিরিয়াল ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার দূরের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত চলে এসেছে। অন্যদিকে গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকেও ৬/৭ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, অবরোধ শেষে দক্ষিণাঞ্চল থেকে সব গাড়ি একযোগে আসায় ঘাট এলাকায় কিছু মালবাহী ট্রাক আটকা পড়েছে।

আটকা পড়া যানবাহন দ্রুত পার করতে ৯টি রো রো এবং একটি কে-টাইপ ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল রয়েছে কে টাইপ ফেরি কাবেরী ও কুমারী।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার নিউরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।