আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শুক্রবার, তারিখ- ২৭/১২/২০১৩মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং সাদা শুভ সংখ্যা ৩
আপনার আজকের দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ। অন্ধভাবে বিশ্বাস আপনার এগোনোর পথে বাধা হয়ে দাঁড়াবে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিতে যব, গম, চাল, কালো জিরা ভিজিয়ে রাখুন।

আপনার আজকের দিনটি মধ্যম। কিছু ব্যবসায়িক কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে থাকতে পারে। সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসের ব্যবহারে আপনি সফল হবেন। কর্মস্থলে কোনো তর্ক-বিতর্ক হওয়া আটকান। ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। বাতজনিত সমস্যা বাড়তে পারে। অযাচিত বিপদের মুখোমুখি হতে পারেন। চোখের সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা। আঘাত বা রক্তপাতের যোগ আছে। আজকের দিনে রুপা আপনার শুভ ধাতু।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দিন। শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল রাখুন।

আপনার জন্য দিনের মধ্যভাগ থেকে শুভ। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রে আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। সচেতন ও দক্ষভাবে সুযোগটি নিজের পক্ষে ব্যবহার করুন। দিনের শেষভাগে সফলতার খবর আসতে পারে। সত্যির পক্ষে দাঁড়াতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। সতর্ক হয়ে বন্ধুত্ব করুন। পথে যে কোনো গোলমাল থেকে দূরে থাকুন। জলযানে সাবধানে সফর করুন। প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন ব্যবসা শুরু জন্য দিনটি ভালো। সন্তান ও স্ত্রীর শারীরিক সমস্যা আপনাকে কিছুটা চিন্তিত রাখবে। শুভ ধাতু লোহা।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরীব দের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। দিনের মধ্যভাগ থেকে অন্তিম ভাগ কিছুটা নেতিবাচক থাকতে পারে। আজ আপনি কিছু সুখের ও কিছু সমস্যার খবর পাবেন। আবেগ তাড়িত হয়ে সিন্ধান্ত নেবেন না। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার খবর পাবেন। মা বা শাশুড়ির শারীরিক অবনতি। শিল্পপতিদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। হার্ট বা কিডনিজনিত সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। অযথা উত্তেজিত হবেন না। দুপুরের পর থেকে নতুন সমস্যা আপনার সামনে হাজির হতে পারে।
টোটকা-গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

আপনার জন্য দিনের মধ্যভাগ থেকে শুভ। দিনের প্রথম ভাগে মন উতলা থাকলেও মধ্যভাগে সফলতার খবরে মন ভালো হয়ে যাবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। ধাতু ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। সম্পত্তি সমস্যা আরও জটিল হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজ বিনিয়োগ করতে পারেন। আঘাত বা রক্তপাতের যোগ। উচ্চ রক্তচাপ ও হার্টজনিত সমস্যা দেখা দিতে পারে। রাস্তা পারাপারের সময় বিশেষ সাবধান থাকুন।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আপনার আজকের দিনটা শুভ আশুভ মিশ্রিত। নেতিবাচক যেকোনো চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। গাড়ি চালকদের ক্ষেত্রে দিনের প্রথম ভাগ বিশেষ অশুভ। বাড়িতে আত্মীয় সমাগমে আনন্দ অনুষ্ঠানের যোগ। বস্ত্র ও গয়না জাতীয় দ্রব্যের বিনিয়োগে লাভের যোগ। মাতুল তরফে ধন লাভের যোগ। উচ্চশিক্ষার সুযোগ। ব্যবসায় নতুন যোগাযোগ বিলম্বিত হতে পারে। খাদ্যনালি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যাতায়াতের পথে ঝামেলা এড়িয়ে চলুন।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

আপনার আজকের দিনটি মধ্যম। কাজে বাধা আসবে কিন্তু মানসিক শক্তি দিয়ে আপনি সেই বাধা পেরিয়ে যাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। ডাক্তারি পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজ বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। পথে ঝামেলা এড়িয়ে চলুন। ডায়াবেটিস ও বাতজনিত সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

আপনার আজকের দিনটি প্রথমভাগে মিশ্র হলেও মধ্যভাগ থেকে শুভ। যৌথ আলোচনায় ব্যবসায়িক লাভেরা যোগ আছে। কিন্তু নতুন পরিকল্পনায় বাধা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। বাতের সমস্যায় ভুগতে পারেন। নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে। শুভকাজ ফেলে না রেখে আজই শুরু করে দিন। আপনার অত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দিন। পাখিকে শস্য দান আপনার জন্য অতি শুভ।

আপনার আজকের দিনটি মধ্যম। কাজে বাধা আসবে কিন্তু মনের জোরে সাহায্যে আপনি সেই বাধা পেরিয়ে যেতে পারবেন। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। নির্মাণ ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। সম্পত্তি সমস্যার সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। আজকে বিনিয়োগ করতে পারেন। নতুন প্রেম লাভের যোগ আছে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। ঝামেলা এড়িয়ে চলুন। উচ্চ রক্তচাপ ও হার্টজনিত সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরিবকে বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।

আপনার আজকের দিনটি প্রথম ভাগে মিশ্র হলেও মধ্যভাগ থেকে শুভ। উৎসবমুখর কোনো জমায়েত থেকে ব্যবসায়িক লাভের যোগ আছে। নতুন ব্যবসায় বাধা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। বাতের সমস্যায় ভুগতে পারেন। নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে। শুভকাজ ফেলে না রেখে আজই শুরু করে দিন। আপনার অত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন। আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। নেতিবাচক কথা বলেন এমন বন্ধুদের থেকে দূরে থাকুন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কাছের বন্ধুর সাহায্যে। কিন্তু অশ্ব রোগ থাকলে কষ্ট পাবেন। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। আলোচনা না করে কোনো রকম হঠকারি সিদ্ধান্ত নেবেন না। প্রেম নেই। আত্মীয়ের বিষ ব্যবহার আপনাকে কাতর করবে। আঘাত বা রক্তপাতের যোগ আছে।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরিবকে বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।

দিনটি মধ্যম। আপনার বুদ্ধির ব্যবহারে সম্মিলিত কাজে সফলতা আসবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে। মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সমস্যা বাড়বে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা। শুভ ধাতু তামা।
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দিন। পাখিকে শস্য দান আপনার জন্য অতি শুভ।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর