রাজবাড়ী: ঘন কায়াশার কারণে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ও ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া ঘাটে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ এলাকা পর্যন্ত
বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের শত শত গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। এ কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ৯টি রো রো ও ১টি কে টাইপ ফেরি চলাচল করছে। কুমারী ও কাবেরী নামের ২টি কে টাইপ ফেরি মেরামতের জন্য পাটুরিয়ায় ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে।
ঠিকমত ফেরি চলাচল করলে ২৪ ঘণ্টায় গাড়ির এই লাইন আর থাকবে না বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর