ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মাদক ব্যবসা, চোরাচালান বন্ধের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, ডিসেম্বর ২৮, ২০১৩
মাদক ব্যবসা, চোরাচালান বন্ধের ঘোষণা

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধ করে তরুণদের নেশার হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।

শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।



সূত্র মতে ইশতেহারে এ বিষয়ে আরো বলা হয়েছে, সমাজ ও তারুণ্যের শক্তিকে মাদক ও নেশার হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোরতম হাতে মাদক ব্যবসা, মাদক চোরাচালান এবং ব্যবহার বন্ধ করা হবে।

এছাড়া অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘোষিত তামাক ও
তামাক-জাত বিড়ি-সিগারেট সেবনকে নিরুৎসাহিত করার লক্ষ্যে তামাকের আবাদ ও বিড়ি-সিগারেটের উৎপাদন-বাজারজাতকরণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। জুয়া ও অন্যান্য অসামাজিক  কার্যকলাপ বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।

একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনবার্সন কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় এতে।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।