কেমন যাবে ২০১৪ সাল? সে কথা ভাবতে ভাবতেই নতুন বছরে পা ফেলবেন বাংলানিউজের পাঠক। জ্যোতিষীর গণনা থেকে আগেভাগেই একটু ধারনা নিয়ে নেওয়া যায়।
গণনা অনুযায়ী বর্তমান বছরের রাজা-বুধ, মন্ত্রী-শনি, পানিপতি-শুক্র, শস্যাধিপতি- মঙ্গল।
এ বছর অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে। মুদ্রাস্ফীতিজনিত কারণে রাষ্ট্রকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায় মনোযোগ বাড়াতে হবে। বিশৃঙ্খলা বা বিষয়াদি বিভ্রান্তিতে জনগণের অসন্তোষ আরও বাড়বে।
অন্য রাষ্ট্রের প্রভাব দেশীয় রাজনীতিতে প্রবল হবে। জাতীয় রাজনীতিতে প্রগতিশীল তরুণদের প্রাধান্য বাড়বে। সংবাদমাধ্যম জাতীয় ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
এ বছর সেনাবাহিনীর গুরুত্ব বাড়বে। অর্থনীতির ক্ষেত্রে মিশ্র প্রভাব।
দেশের নানা প্রান্তে দ্রব্যমূল্য অস্বাভাবিকহারে বাড়বে। বিশেষত জ্বালানি দ্রব্যাদি ও ধাতুর মূল্য বাড়বে। দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, আইন-অমান্য ও রাষ্ট্রসম্পত্তি ক্ষতির আশঙ্কা।
সরকারের বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগ আসতে পারে। রাষ্ট্র সুদৃঢ় হাতে এর মোকাবিলা করার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারবে না।
বিভিন্ন মহল থেকে আশ্রয় পাওয়া দুষ্কৃতিরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালাবে। তবে এবছর জনগণই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে।
রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দলের বিরোধ ও গোষ্ঠীদ্বন্দ্ব রাষ্ট্রে বিবিধ অস্থিরতা সৃষ্টি করবে।
আচমকা সন্ত্রাসী ও জঙ্গি আক্রমণ বা রক্তক্ষয়ের যোগ আছে। এতে জীবন, সরকারি ও বেসরকারি সম্পদের বিনাশ ঘটতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের প্রাণহানির যোগ আছে।
ভূ-কম্পন, বন্যা, নিম্নচাপজনিত সামুদ্রিক ঝড়ের ফলে ফসল উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হবে। তবে ছোট-বড়-মাঝারি ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে। বড় শিল্পের ক্ষেত্রে এ বছর শুভ নয়।
সিনেমা, নাটক ও গানে দেশে নতুন নতুন সম্মান আসার যোগ আছে। তবে খেলার ক্ষেত্রে এ বছর শুভ নয়।
উন্নতি ঘটলেও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে না। কাঁচা পণ্যের মূল্যবৃদ্ধি জনগণকে দিশাহারা করে তুলবে। এ বছর দেশে প্রশাসনিক ব্যবস্থা শান্তি-শৃঙ্খলা বিভিন্ন সময় পরীক্ষার মুখে পড়তে পারে।
[ বাংলাদেশের ফল গণনা করা হয়েছে বাংলাদেশের অবস্থান অনুযায়ী। গণনায় ধরা হয়েছে দ্রাঘিমা-অক্ষাংশ এবং বিজয় দিবসের দিন। বিচার করা হয়েছে দেশের দ্রাঘিমা-অক্ষাংশে বিভিন্ন গ্রহের প্রভাবজনিত ফলাফলের উপর। এ গণনায় বাংলাদেশকে ‘মা’ অর্থাৎ জাতিকা ধরে গণনা করা হয়েছে। ]

স্বাস্থ্য ও শিক্ষা: রাশির অধিপতি মঙ্গল। আপনি স্পষ্টবাদী মানুষ। যেটা করবেন ভাবেন সেটা করেই ছাড়েন। সে সময় ভালো-মন্দের বিচার করেন না। তবে এই মনের জোরই অনেক সময় সাফল্য এনে দেয়।
বতর্মান বছরে শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। কিডনি বা মূত্ররোগে কষ্ট পেতে পারেন। পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকবে। হঠাৎ কোনো দুঘর্টনার কারণে জটিল অস্ত্রোপচার হতে পারে। এমনকী শয্যাশায়ী হতে পারেন। সতকর্তার সঙ্গে চলাফেরা করবেন।
শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। শিক্ষার দিক থেকে বছরটি শুভ। সন্তানের শিক্ষার জন্য চিন্তায় থাকতে হবে। তাদের অমনোযোগিতার জন্য আপনাকে বিশেষ মূল্য দিতে হতে পারে।
গুরুজন সম্পর্ক: জেদি মনোভাবের ফলে গুরুজনের সঙ্গে প্রায়শই মনোমালিন্য ঘটবে। এবছরে বাবার শারীরিক অবস্থা ভালো যাবে না।
দাম্পত্য জীবন ও প্রেমযোগ: দাম্পত্য জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে যাবে না। চাহিদা ও যোগানের অসামঞ্জস্য থাকার ফলে মতবিরোধ বাড়বে। তবে উভয়ের স্বার্থত্যাগে জীবনে শান্তি আনতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও একই।
আত্মীয়-স্বজন ও বন্ধু সম্পর্ক: এবছরে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ খুব একটা থাকবে না। আন্তরিকতার অভাব পরিলক্ষিত হবে। বন্ধু-বান্ধবের স্বার্থপরতার কারণে মতবিরোধ ঘটবে। নিজেকে সতর্ক থাকতে হবে। নতুন কিছু বন্ধুর দেখা মিলবে।
কর্মযোগ: আপনার মধ্যে অদম্য উৎসাহ ও একাগ্রতার ফলে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। উৎসাহ ও একাগ্রতার সঠিক নিরূপণ না হলে ঠিকমত সাফল্য পাবেন না।
কোন ব্যবসা শুভ: ওষুধ, ইলেকট্রনিক্স, লৌহযন্ত্রপাতি প্রভৃতি ব্যবসায় লাভ।
অর্থযোগ ও আয়-ব্যয় স্থিতি: বতর্মান বছরে একাধিক উপায়ে আয় বাড়লেও খরচের হার বেশি থাকবে। ফলে সঞ্চয় খুব একটা হবে না।
চাকরি ছাড়াও একাধিক উপায়ে আয়ের সম্ভবনা থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির জন্য আয় বাড়লেও বিভিন্নভাবে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।
ব্যয় বেশি হওয়ার ফলে অর্থচিন্তা ভোগাবে। হঠাৎ কোনো চিকিৎসা বা দুঘর্টনার কারণে ব্যয় বেশি হতে পারে। আয়-ব্যয়ের সমতা থাকবে না।
প্রতিকারের জন্য: ধারণীয় রত্ন: গোমেদ, রক্তমুখী পলা। ধারণীয় ধাতু: তামা, সীসা। ধারণীয় মূল: অনন্তমূল। শুভবার: মঙ্গলবার। শুভদিক: পূর্বদিক। শুভ সংখ্যা: ১,৯। শুভ রং: লাল। মিত্ররাশি: মকর, তুলা। শত্রুরাশি: সিংহ ও কুম্ভ। শুভ দিন: ১,৪,৯,১১ ও ১৯।

স্বাস্থ্য ও শিক্ষা: আপনার রাশির অধিপতি শুক্র। আপনি প্রকৃতপ্রেমী ও সঙ্গীতপ্রিয়। আপনি শান্তিপ্রিয় হলেও কিছুটা অভিমানী।
স্বাস্থ্য ভালো থাকলেও শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পেতে পারেন। কিডনিজাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সতর্ক থাকবেন। ধর্মীয় ভাব প্রবল হবে।
বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ বাড়বে। শিক্ষার দিক থেকে শুভ। মেধাবী হলেও মন চঞ্চল থাকবে। উচ্চশিক্ষায় সুযোগ পেলেও বিঘ্ন দেখা দিতে পারে। সন্তানের শিক্ষাযোগ শুভ।
গুরুজন সম্পর্ক: গুরুজনের প্রতি আপনি শ্রদ্ধাবান ও আপনার কর্তব্যপরায়ণতা প্রদর্শন করলেও তাদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাবেন না।
দাম্পত্য জীবন ও প্রেমযোগ: এ বছর দাম্পত্য জীবন মধুর। চেষ্টা রাখবেন সংসারে দায়িত্ববোধ বজায় রাখার। এতে সংসারে সুখ-শান্তি অক্ষুণ্ন থাকবে। প্রেম নিয়ে চিন্তার কিছু নেই। তবে ঘন ঘন মত বদলাবেন না।
ভ্রাতা ও ভগ্নী সাথে সম্পর্ক: ভাই-বোনদের কাছ থেকে উপযুক্ত ব্যবহার না পাওয়ায় মনে অভিমানের জন্ম নেবে। তা সত্ত্বেও আপনি তাদের প্রতি স্নেহশীল থাকবেন।
আত্মীয়স্বজন ও বন্ধু সম্পর্ক: আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও তাদের কোনো সহযোগিতা পাবেন না। বরঞ্চ তাদের স্বার্থে আঘাত লাগলে কেউ শত্রুতা করতে পারে।
আপনার বন্ধু সংখ্যা প্রচুর। বন্ধুরা আপনার উদারতার সুযোগ নেবে। খুব কাছের না হলে সবাইকে মন খুলে বিশ্বাস করতে যাবেন না। এদের মধ্যে কেউ মিষ্টভাষী শত্রু আছে।
কর্মযোগ: আপনার ন্যায়-নিষ্ঠা, পরিশ্রম ও সহনশীলতার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। এ বছর আপনার আয় বাড়বে।
কোন ব্যবসা শুভ: কাঁচামাল, ইমারতী দ্রব্য, আসবাব দ্রব্য, আমদানি-রপ্তানি প্রভৃতি ব্যবসায় লাভবান হবেন।
অর্থযোগ ও আয়-ব্যয় স্থিতি: আপনি বুদ্ধিমান ও পরিশ্রমী। এ বছর অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আসবে। চাকরিতে শুভযোগ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায় উন্নতি ঘটবে। অপনার মধ্যে পরোপকারের ভাব ও বন্ধু বৎসলতা থাকার ফলে প্রায়ই বেহিসাবী খরচ হয়ে যায়। ব্যয় কমান। তাতে অর্থচিন্তা কমবে।
প্রতিকারের জন্য: ধারণীয় রত্ন: হীরা। ধারণীয় ধাতু: রূপা। ধারণীয় মূল: রামবাসক। শুভবার: শুক্রবার। শুভদিক: দক্ষিণ। শুভ সংখ্যা: ৪, ৬। শুভ রং: সাদা। মিত্ররাশি: মেষ, কুম্ভ। শত্রুরাশি: মিথুন, মকর। শুভ দিন: ৩, ৬, ১৭, ২৪।

স্বাস্থ্য ও শিক্ষা: আপনার রাশির অধিপতি বুধ। আপনার মধ্যে দৃঢ়তা ও কর্মশক্তির প্রকাশ পায়। তেমনি রয়েছে নম্রতা ও স্নেহমমতা। যে কোনো অবস্থার সাথে আপনি মানিয়ে নিতে পারেন এবং আপনার প্রভাব বৃদ্ধি করতে পারেন। এটাই আপনার মূল অস্ত্র। কিন্তু আপনি চঞ্চল মনের ও নিজের মধ্যে ক্রমাগত মানসিক দ্বন্দ্ব চলে।
স্বাস্থ্যের প্রতি অবহেলার ফলে হৃদরোগ, পেটের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি, ডায়বেটিসের মতো রোগে কষ্ট পেতে হবে।
বিদ্যাচর্চার কারণে জ্ঞানভাণ্ডারের ক্ষেত্র হতে নিজের যোগ্যতা প্রকাশ করে প্রতিষ্ঠালাভের সমর্থ হবেন।
সন্তানরা আপনার অবাধ্য না হলেও আপনার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলবে। সন্তানের শিক্ষাযোগ শুভ। সন্তানকে পারিপাশ্বির্ক চাপ থেকে মুক্ত রাখুন।
গুরুজন সম্পর্ক: বাবা-মায়ের সঙ্গে প্রায়ই আপনার মনোমালিন্য ঘটে। তা সত্ত্বেও ওনাদের প্রতি শ্রদ্ধার ঘাটতি হবে না।
দাম্পত্য জীবন ও প্রেমযোগ: দ্বিমুখী স্বভাবের কারণে দাম্পত্য জীবন খুব একটা সুখকর হবে না। উভয়ের জেদ ও স্বার্থত্যাগে জীবনে শান্তি আসতে পারে। জীবনে একাধিক প্রেম আছে। বিপরীত লিঙ্গের প্রতি অতি আকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে সুখ-শান্তি ফিরে আসবে।
ভ্রাতা ও ভগ্নীর সাথে সম্পর্ক: ভাই-বোনদের প্রতি আপনি যথেষ্ট স্নেহপরায়ণ। তারাও আপনাকে সমীহ করে চলে। আগামীদিনেও সে সম্ভাবনাই বেশি।
আত্মীয়স্বজন ও বন্ধু সম্পর্ক: আত্মীয়দের মধ্যে গুপ্ত শত্রু আছে। সতর্ক না হলে বড় ক্ষতির আশঙ্কা। বন্ধু সম্পর্ক ভালো। বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভবনা।
কর্মযোগ: বৃহস্পতি আপনা