ঢাকা: সবুজ নির্জন বাগান। চারপাশে স্নিগ্ধ গন্ধ।
গল্প নয়, সত্যি! তবে এটি কোনো নারীর ঠোঁট নয়, এটি একটি ঠোঁট আকৃতির ফুল। ঠোঁটই ফুল আবার ফুলই ঠোঁট। অদ্ভুত এই ফুলটির নাম ‘সাইকোট্রিকা এলাটা’। চুমু দেওয়ার ভঙ্গিতে ফোটে বলে একে লিপি কিস ফ্লাওয়ারও বলে।
ফুল ভালোবাসেন সবাই। অনেকে ভালোবাসে অবেগে ফুলকে চুমুও খেতে চান। স্পর্শ নিতে চান ফুলের। কিন্তু মজার বিষয় পৃথিবীতে এমন একটি ফুলের সন্ধান পাওয়া গেছে, যা কিনা নিজেই চুমু খাওয়ার জন্য ঠোঁট উদ্যত করে আছে। ফুলটি দেখলে মনে হবে আপনাকেই চুমু খাওয়ার অপেক্ষায় সে!

অবিশ্বাসের কোনো কারণ নেই। বাস্তবেই এ ধরনের ফুলের অস্তিত্ব আছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া,
কোস্টারিকা, পানামা ও ইকুয়েডরে এ ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়।

ফুলটির আসল নাম সাইকোট্রিকা এলাটা। অনেকে এই ফুলটিকে হুকারস লিপস, দ্যা হট লিপস বলেও ডাকে।

তবে যে ফুলটিকে তারা চুমু ফুল (Kiss Lips Flower) বলেন, সেটি আসলে ফুলের মূল অংশ নয়। প্রথমে বের হয় পুষ্প মঞ্জুরিটি। যার মধ্যে থেকে বের হয় এর আসল ফুল। যেটি আর লিপস্টিকের মতো দেখতে নয়। এটির রং সাদা। যা একটি গোখরা সাপের মুখের ভেতর থেকে বের হওয়া জিহ্বার মতো প্রায়।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
এএ/এসএটি