ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

১৩’র সেরা ১০ বিয়ের ছবি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৫, জানুয়ারি ৩, ২০১৪
১৩’র সেরা ১০ বিয়ের ছবি

হাফিংটন পোস্ট ২০১৩ সালের কিছু বিয়ের ছবি নির্বাচন করেছে ভোটাভুটির মাধ্যমে। এতে ফেসবুকের মাধ্যমে ভোট দেন সারা বিশ্বের মানুষ।

সেই ভোটে নির্বাচিত সেরা ১০ ছবি বাংলানিউজের পাঠকদের জন্য।



তুষারপাতের মধ্যে আলোকোজ্জ্বল আবহাওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা। জনপ্রিয়তায় শীর্ষে এ ছবিটি।



তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ছবিতে দেখা যাচ্ছে, নবদম্পত্তির রোম্যান্টিক মুহূর্তকে আরও মোহনীয় করেছে অস্তগামী সূর্যের স্নিগ্ধ আলোকরশ্মি। বিয়ের ছবিতে ম্যাজিক্যাল ঝলমলে আলো এনেছে স্বকীয়তা। ছবিটি রয়েছে তৃতীয় স্থানে।



আলোর এই নাটকীয় আবহে বিয়ের পার্টি হয়ে ওঠে অনন্য সাধারণ। পছন্দের তালিকার চতুর্থ স্থানে রয়েছে এটি।



কনে একাই ঢুকছেন বিয়ের আসরে। সাদাকালো আবহাওয়া। মাঝে থামবেন বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তারপর সোজা বিয়ের মূল মঞ্চে।



পাহাড়ের কোলে নবদম্পতির অভিসার। ছবিটি রয়েছে ৬ নম্বরে।



মোহনীয় পোশাকের অসাধারণ একটি ওয়েডিং ফটোগ্রাফি। চার্চে বিয়ের আনুষ্ঠনিকতা শেষে বর-কনে। জানালার কাচের ফাঁক গলিয়ে তোলা ছবিটি রয়েছে আট নম্বরে।



বিয়ের এমন একটি মুহূর্ত ও এমন একটি পরিবেশ সবাই চাইবেন। অসাধারণ এই ছবিটি রয়েছে নয় নম্বরে।



সাধারণভাবেই সুন্দর ছবিটি। শরতে প্রকৃতির রোম্যান্টিক পরিবেশে দার‍ুণ একটি মুহূর্ত এটি। ছবিটি রয়েছে ১০ম স্থানে।

বাংলাদেশ সময়: ০১১৫  ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।