১৯২১ সাল রাঁচি জেলা স্কুলে পড়ার সময় তিনি বিপ্লবীদের সংস্পর্শে আসেন। তখন ভারত উপমহাদেশের রাজনীতিতে চলছে অহিংস ও খেলাফত আন্দোলন।
রণেশ দাশগুপ্তর শততম জন্মদিন উপলক্ষে ১৫ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে উদীচী এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। সুকান্ত ভট্টাচার্যের দুটি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে রণেশ দাশগুপ্তর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আবৃত্তি সমন্বয় পরিষদ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, নারায়ণগঞ্জ জেলা সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদসহ বিভিন্ন শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদ-এর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। রণেশ দাশ গুপ্তর বৈচিত্র্যময় সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক শুভ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, উদীচীর প্রথম আহবায়ক কামরুল আহসান খান, উদীচীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুল আলম, উদীচী ঢাকা মহানগর সহ সভাপতি অধ্যাপক এ এন রাশেদা, উদীচী জাতীয় পরিষদ সদস্য অধ্যক্ষ এম এ আজিজ মিয়া, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব।
আলোচকরা বলেন, রণেশ দাশগুপ্ত তাঁর সাহিত্য ও কর্মের মাধ্যমে গণমানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন। তাঁর আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে তিনি উদীচী, প্রগতি লেখক সংঘের মতো প্রগতিশীল সংগঠন গড়ে তুলেছিলেন। তৈরি করেছেন অসংখ্য সাংবাদিক, সাহিত্যিক এবং প্রগতিশীল সংস্কৃতিকর্মী।
অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদ-এর সঙ্গীত বিভাগের শিল্পীবৃন্দ। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সোহানা আহমেদ ও মিতু কর্মকার। রণেশ দাশগুপ্তর রচনা থেকে পাঠ করেন বেলায়েত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামসেদ আনোয়ার তপন।
বাংলাদেশ সময় ২৩৪০, জানুয়ারি ১৫, ২০১১