ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার লেগান লরেঞ্জ অ্যালগনকুইন প্রভিনসিয়াল পার্কে ছবি তুলছিলেন। এমন সময় একটি কৌতূহলি শিয়াল ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে।
শিয়ালটি চুপিসারে ছবি তোলায় নিমগ্ন ফটোগ্রাফার লেগান লরেঞ্জের পেছনে গিয়ে বসে পড়লো।

একি! শিয়ালটি কি নিজের ছবি তুলতে চাচ্ছে?

হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। চতুর শিয়াল ছবি তোলার চেষ্টা করছে মনে হচ্ছে। হয়তো সে ক্যামেরার লেন্স দিয়ে সঠিক অ্যাঙ্গেল খুঁজছে।

ক্যামেরার ট্রাইপডের উপর পা রেখে বিশেষ ভঙ্গিতে ছবির জন্য পোজ দিলো এবার। বলা যায় না শিয়ালটি হয়তো নিজেকে মডেল ভাবতে শুরু করেছে!

ট্রাইপডের উপর থেকে নেমে গেল শিয়ালটি। কীভাবে ছবি তোলা হয়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার মনে!

এবার আর ফটোগ্রাফার নয়। শিয়ালটি নিজেই মডেলের ভূমিকায় অবতীর্ণ!

তারপর... শান্তশিষ্ট ভঙ্গিতে শিয়াল পণ্ডিত।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর