আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শুক্রবার, তারিখ- ১০/১/২০১৪মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং নীল শুভ সংখ্যা ৪
প্রেমে এগিয়ে যাওয়ার জন্য দিনটি শুভ। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাও করতে পারেন।
টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

আপনি উদ্যমী, পরিশ্রমী ও সৎ। তবে কাছের বন্ধুর ভুলে আজ আপনি সহকর্মীদের কাছে অসম্মানিত হতে পারেন। কর্মক্ষেত্রে উপরওয়ালার সুনজরে থাকবেন কিন্তু সহকর্মীদের ব্যবহার আপনাকে বিব্রত করবে। স্ত্রী বা কন্যার অসুস্থতা নিয়ে চিন্তার কারণ দেখা দিতে পারে। নতুন বিনিয়োগ পরিকল্পনা করলে আজকে সেটা শুরু করতে পারেন। প্রেমের জন্য শুভ নয়।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।

পরিবারের গুরুজনদের পরামর্শে আপনার উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজ আপনি উন্নতির বিশেষ সুযোগ পেতে পারেন। কিন্তু সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষত্রে আজকের দিনটি অনুকূল। বিচারে আপনার দিনটি মিশ্র। বাড়িতে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। চলতি পথে ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। দিনের মধ্যভাগে সন্তানের সম্বন্ধে খুশির খবর আসতে পারে। প্রেমের প্রস্তাব করার জন্য আজকের দিনটিকে বেছে নেবেন না।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

নিজের শরীর নিয়ে চিন্তা থাকবে। তবে আজ সম্পত্তি নিয়ে সমস্যা সমাধানের পথ খুলতে পারে। সঙ্গীত নাটকের সঙ্গে যুক্তরা আজকের দিনে সফলতার খবর পেতে পারেন। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা থাকলেও ব্যবসায় নতুন দিশা দেখা দিতে পারে। দিনের মধ্যভাগ থেকে আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকর। তবে জমি বা বাড়িতে বিনিয়োগে বেশি সফলতা পাওয়ার যোগ আছে। ব্যবসায়িক কাজে আজকের দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

আজকের দিনে কোনো বন্ধুর সাহায্যে পেশাগত উন্নতি হবে। গুপ্ত শত্রুতা আপনাকে বিব্রত রাখবে। দিনটা মধ্যম। আপনি নির্ভীক মানুষ কিন্তু অযাচিত কোনো ঘটনা আপনাকে ভীত করতে পারে। বাধা আসতে পারে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের পরিকল্পনায়। তবে নিকটাত্মীয়ের সফলতার খবর দিনের প্রান্ত ভাগে আপনাকে খুশি করবে। আপনার আজকের দিনটি মিশ্র কাটবে।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

প্রেমের শুরুর ক্ষত্রে আজকের দিনটিকে বেছে নেওয়াই উপযুক্ত। প্রেমের প্রস্তাব করতে চাহিলে আর ফেলে রাখবেন। তবে কোনোভাবেই সিদ্ধান্তের উপর চাপ প্রয়োগ করবেন না। নক্ষত্রের অবস্থান বিচারে আপনার আজকের দিনটি শুভ। তবে সতর্ক থাকবেন অতি লোভজনিত প্রস্তাব ও নতুন পরিচিত ব্যক্তি সম্পর্কে। মোটের উপর আপনার আজকের দিনটা মধ্যম।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

নতুন কিছু শুরুর জন্য আজকের দিনটি আপনার কাছে আদর্শ। স্বামী-স্ত্রীর ঝগড়ায় অশান্তি আসতে পারে। কর্মক্ষেত্রে দিনটি শুভ ও লাভজনক। তবে বাড়ির মানুষদের শরীর নিয়ে চিন্তা আপনাকে উদ্বিঘ্ন রাখবে। আজকে দিনে আপনার নতুন যোগাযোগ হবে। আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। আপনি চারিত্রিকভাবে স্থির। কিন্তু আজকাল সহজেই বিরক্ত হয়ে পড়ছেন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

পরিবারে কিঞ্চিৎ উত্তেজনা থাকলেও আপনার বিচক্ষতা তাকে প্রশমিত করবে। বিনিয়োগ করতে পারেন। কিন্তু সেটা পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে। দীর্ঘস্থায়ী বিনিয়োগ আপনার পক্ষে শুভ। প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে বাতিল করুন। চোখ বা হরমোনের সমস্যা দেখা দিতে পারে। মোটের উপর আপনার দিনটা ভালো-মন্দ মিশিয়ে কাটবে।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

আজ আপনার বন্ধুর মাধ্যমে নতুন পথে রোজগার হবে। আজ আপনার চলিকা শক্তি হতে পারে আপনার সন্তান। তার মাধ্যমে আসতে পারে শুভ খবর। পথে আঘাত যোগ দৃশ্যমান। কোন অসৎ ব্যক্তির কথায় আপনি প্রভাবিত হতে পারেন। আপনি মানুষকে বিশ্বাস করেন, কিন্তু আপনার শত্রুরা আজ আপনার বিশ্বাসের সুযোগ নিতে চেষ্টা করতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। মোটের উপর আপনার আজকের দিনটা মধ্যম।
টোটকা: একটি নিমপাতাসহ নিম ডালকে কিছুটা কালোজিরা, কিছুটা চাল সামান্য তিল অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

আপনার আজকে যশ ভাগ্য দুর্বল। আপনি নিজেকে প্রমাণ করলেও আত্মীয়রা আপনার প্রতি গুরুত্বহীন ব্যবহার করবে। দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধহস্ত। কিন্তু নতুন কোন সিদ্ধান্ত নিয়ে একটু সময় নিন। পরিবারের সঙ্গে মতবিনিময় করুন। তাতে আপনার ফল শুভ হবে। আপনার প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা।
টোটকা: সম্বব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে জল দিন।

দিনের শুরু থেকে রাত পর্যন্ত আপনার কাটবে কিছু সফলতা কিছু অসফলতার মধ্য দিয়ে। দিনটা মিশ্র। কাজের জায়গায় অপ্রিয় সত্য কথা বলার জন্য কিছুটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে পারে। দিনের মধ্যভাগে আপনার সামনে হাজির হবে নতুন সুযোগ। সেই সুযোগ বয়ে আনবে অর্থ ও যশ। সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে মধ্যভাগ থেকে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। প্রেম যোগ নেই বললেই চলে।
টোটকা: আমলকী ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বন্ধু আজ আপনার ব্যবসার কোন সমস্যার সহজেই সমাধান করে দেবে। কর্মক্ষেত্রে দিনটি কাটবে ভালো-মন্দ মিশিয়ে। তবে দিনের শেষে বাড়িতে আসতে পারে কোন খুশির খবর। আর যদি আপনি প্রেমিক মনের মানুষ হয়ে থাকেন তবে আজকের দিনে আপনার জন্য হাজির হতেই পারে আপনার প্রিয় মানুষটির কাছ থেকে বিশেষ বার্তা। বিচারে আপনার আজকের দিনটি শুভ। যদি আপনি বাতের সমস্যায় ভুগতে থাকেন তবে একটু বিশেষ নজর দিন। ছাত্রদের জন্য দিনটি নিয়ে আসবে সফলতার বার্তা।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর