ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মেষরাশি এগিয়ে যাবেন আত্মবিশ্বাসে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ১১, ২০১৪
মেষরাশি এগিয়ে যাবেন আত্মবিশ্বাসে

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শনিবার, তারিখ- ১১/০১/২০১৪


meshমেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং নীল শুভ সংখ্যা ৩
সন্তানের জন্য বিশেষ চিন্তা আজ আপনাকে সারাদিন কিছুটা আনমনা রাখবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সফলতা পাবেন।

তবে ভালো করে পরীক্ষা না করে ব্যবসার পরিকল্পনা করবেন না। প্রেমের জন্য দিনটি শুভ। নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে। তবে হজমের সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। দিনটা মধ্যম হলেও আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

brish20বৃষ (২১ এপ্রিল– ২১ মে) শুভ রং লাল, শুভ সংখ্যা ৫
দিনটি শুভ হলেও প্রেমের জন্য অনুকূল নয়। প্রেমের প্রস্তাব দিতে চাইলে সে পরিকল্পনা দূরে রাখুন। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকা আপনার পক্ষে একন্ত জরুরি। তবে দিনের মধ্যভাগ থেকে ভ্রাতাকে নিয়ে আস্থাহীনতা শুরু হতে পারে। জেদের বশে সিদ্ধান্ত নেবেন না। যে কোন রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে, তাই উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলুন। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে।

টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দিন। পাখিকে শস্য দান আপনার জন্য অতি শুভ।
                    
Methun2মিথুন (২২মে – ২১ জুন) শুভ রং নীল, শুভ সংখ্যা ৭
আপনি স্পষ্টবাদী, কিন্তু আজকের দিনে উচিত কথা বলতে গিয়ে বিপত্তির মুখে পড়তে পারেন। সন্তানের কাজকর্মে আপনার গোটা দিন জুড়ে থাকবে কিছুটা দুশ্চিন্তা। সতর্ক হয়ে খাদ্য গ্রহণ করুন। পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের খবর আসলে তাতে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার দিনটা শুভ, বিনিয়োগ করলে তাতে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

korkot2কর্কট (২২ জুন– ২২ জুলাই) শুভ রং লাল, শুভ সংখ্যা ৫
আলোচনা না করে হঠকারি সিদ্ধান্ত আপনাকে সমস্যার মুখে ফেলবে। কর্মস্থলে কোন সহকর্মীর ভুল আপনাকে বিচলিত করতে পারে। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য এড়িয়ে চলুন। দিনটি মধ্যম হলেও প্রেমের ক্ষেত্রে শুভ। তাই নতুন প্রেমের দিকে স্বছন্দ্যে এগিয়ে যেতে পারেন। সতর্ক হয়ে গাড়ি চালান। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগে আঘাত বা রক্তপাতের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধ‍ূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

Lion20সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৯
চিত্রকলা, নাটক, সিনেমা, সাহিত্য বিভাগে যুক্ত অথবা বস্ত্র ও গয়নাজাতীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্তরা সাফল্য পাবেন। তবে শিরদাঁড়াজনিত সমস্যা দেখা দিতে পারে। নতুন পরিচিত মানুষের মাধ্যমে আর্থিক লাভের নতুন পথ খুলতে পারে। সন্তানের  উচ্চশিক্ষার সুযোগ আসবে। যাতায়াতের পথে ঝামেলা এড়িয়ে চলুন। নিকোত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। শুভ ধাতু দস্তা। প্রেমের জন্য দিনটি অনুকূল নয়। মোটের উপর আজ আপনার দিনটি মধ্যম।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

konnya2কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং নীল, শুভ সংখ্যা ২৩
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং তার মতামত প্রকাশ  আপনাকে বিব্রত করতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হবে। উচ্চশিক্ষায় ছাত্রদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। চাকরি প্রার্থীদের জন্য শুভ খবর আসতে পারে। ত্বকের সমস্যা কষ্ট দেবে। আপনার দিনটা মধ্যম হলেও নতুন প্রেম লাভের যোগ আছে। কর্মক্ষেত্রে মিশ্র যোগ পরিলক্ষিত হচ্ছে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

Tula20তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং লাল,  শুভ সংখ্যা ৯
প্রিয়জনদের অনৈতিক কাজে আপনার দুশ্চিন্তা বাড়বে। প্রতিবাদ করতে গিয়ে বির্তক ঝগড়ার সৃষ্টি হতে পারে। বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা। প্রেমের ক্ষত্রে দিনটি মোটেও শুভ নয়। অর্থস্থানে বাধা থাকলেও দিনের শেষ ভাগে সাফল্য আসবে। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অবসাদ থেকে নিজেকে দূরে রাখুন। মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত রাখবে। কৃষি কাজে যুক্তদের দিনটি কিছুটা হলেও শুভ।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি, একটি পান কিছুটা সরষে এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

brischik2বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৮
ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। নিকটাত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে। সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে মানসিক অবসাদ আসতে পারে। কিন্তু মানসিক জোর হারাবেন না। সন্তানের শিক্ষা  নিয়ে চিন্তা আপনাকে সারাদিন উতলা রাখবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু কোমোর, হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন। রাস্তা পারাপারে বিশেষ সর্তক হোন। দিনের প্রথম প্রহরে আঘাত বা রক্তপাতের যোগ আছে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

Dhonu2ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং সাদা, শুভ সংখ্যা ১৯
পথে কোনো আকস্মিক ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। আজকের দিনে প্রেমের প্রস্তাব করতে পারেন। নতুন সম্পর্কের জন্য দিনটি অনুকূল। যারা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তাদের সফলতা আসবে। তবে সতর্ক বন্ধুত্ব করুন। পথে যে কোনো গোলমাল থেকে দূরে থাকুন। মোটের উপর আপনার আজকের দিনটি শুভ। আজকের দিনে সন্তান ও স্ত্রীর শারীরিক সমস্যা আপনাকে কিছুটা চিন্তিত রাখবে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।

mokor201মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৮
আজকের দিনে আপনার নতুন বন্ধুলাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পারিবারিক সম্পর্কেও আসবে আনন্দের বার্তা। সম্পত্তি সমস্যার সুরাহা হতে পারে। উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। অযথা উত্তেজিত হবেন না। রিপু তাড়িত হয়ে সিদ্ধান্ত নেবেন না। প্রেমের জন্য শুভ। কর্মক্ষত্রে মৃদু সমস্যা থাকলেও মোটের উপর দিনটি কাটবে খুশিতে।  

টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগ পর্যন্ত রেখে দিন।

khumvo2কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১২
সিন্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্তক হোন। এমন নোন ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে পরে বিপত্তির সৃষ্টি হতে পারে। গয়না বা নির্মাণ সংক্রান্ত ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।   শুভ ধাতু দস্তা। গাড়ি চালকরা অতি সাবধান। প্রেমের জন্য দিনটি শুভ। পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।
                 
meeanমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৯
আপনি স্পষ্টবাদী। কর্মস্থানে ঋজু ও নির্ভীক কথার কারণে সফলতা পাবেন। আপনার সততা আজ বিশেষভাবে সমাদৃত হতে পারে। রক্তপাতের সম্ভাবনা আছে। পথে সাবধানে চলাফেরা করুন। পুরনো বন্ধুর সঙ্গে পথে দেখা হতে পারে। জেগে উঠতে পারে পুরানো প্রেম। বিবাহিতদের ক্ষত্রে সন্তানের ভবিষ্যত অথবা চাকরি নিয়ে চিন্তা বাড়বে। ফুসফুসের সমস্যা নিয়ে ভুগতে পারেন। পারিবারিক জীবন সুখের। গুরুজন্দের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে।

টোটকা: কাক ও কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গরিবকে বস্ত্র দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।