আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
সোমবার, তারিখ- ১৩/০১/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ২
দীর্ঘদিন আটকে থাকা কোন কাজে সফলতা পেতে পারেন। আপনার অত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজাকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। সতর্ক থাকুন প্রেমের বিষয় নিয়ে। হঠাৎ করে আবেগের বশে প্রেমের ক্ষেত্রে সিন্ধান্ত নেবেন না। যে কোন রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভবনা আছে। তবে কর্মক্ষেত্রে দিনটি শুভ নয়। পরিবারের কোন ব্যক্তির শারীরিক অসুস্থতা আপনাকে সারাদিন চিন্তিত রাখবে।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

আপনার দিনটা শুভ। উচিত কথা বলতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। সন্তানের কাজকর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। সতর্ক হয়ে খাদ্য গ্রহণ করুন। পথে যে কোন গোলমাল থেকে দূরে থাকুন। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ। পরীক্ষা বা চাকরির ইন্টারভিউয়ের খবর আসতে পারে। ডাক্তারি পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সমস্যা বাড়বে। শুভ ধাতু তামা।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরিবদের বস্ত্রদান আপনার পক্ষে অতি শুভ।

আজকের দিনে অংশীদারি ব্যবসায় মনোমালিন্য আসতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা। আজকের দিনে আলোচনা না করে কোন রকম হঠকারি সিদ্ধান্ত নেবেন না। দিনের মধ্যভাগে আঘাত বা রক্তপাতের যোগ আছে। কর্মক্ষেত্রে দিনটি কাটবে মধ্যমভাবে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

আজকের দিনে স্ত্রী বা মাতুল তরফে ধন লাভের যোগ বর্তমান। সন্তানের উচ্চশিক্ষার অথবা বিদেশ যাত্রার সুযোগ আসবে। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। খাদ্যনালি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বাড়ির গুরুজনদের মতামতকে প্রধান্য দিন। ক্ষেত্রে দিনটি শুভ। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। শুভ ধাতু দস্তা।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তায় থাকবেন। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। আজকে জমি-বাড়িতে বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। নতুন প্রেমলাভের যোগ আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

আত্মীয়দের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। আজকের দিনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। অর্থ স্থানে বাঁধা থাকলেও দিনের শেষভাগে সাফল্য আসবে। সন্তান, মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

আজকের দিনে ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। সন্তানকে নিয়ে চিন্তা আজকের দিনে আপনাকে ব্যস্ত রাখবে। দিনের প্রথম প্রহরে আঘাত বা রক্তপাতের যোগ আছে। প্রেমের জন্য আজকের দিনটি শুভ নয়। প্রেমের মধ্যে নানা রকম প্রতিকূলতা হাজির হবে। কর্মক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। আজ রুপা আপনার শুভ ধাতু।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আজকের দিনে পথে কোন আকস্মিক ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। প্রেমের জন্য দিনটি অশুভ। সতর্ক বন্ধুত্ব করুন। সন্তানের ভবিষ্যত নিয়ে কোন শুভ খবর আসতে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। শুভ ধাতু সোনা। মোটের উপর আজকের দিনটি কাটবে মধ্যমভাবে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

আপনার আজকের দিনটা মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সম্পত্তি সমস্যার সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। জমিতে বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধুলাভের যোগ আছে। উচ্চ রক্তচাপ ও অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে। অযথা উত্তেজিত হবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্ম ক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। উপরওয়ালাদের সুনজরে চলে আসতে পারেন। প্রেমের প্রস্তাব আসতে পারে। নতুন প্রেমের যোগ দেখা যাচ্ছে। হজমের সমস্যায় ভুগতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। গুরুজনদের দেখানো পথে সন্তানের উন্নতি হবে। শুভ ধাতু দস্তা।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

আপনি স্পষ্টবাদী। ঋজু ও নির্ভীক কথার কারণে আত্মীয়দের বিরাগভাজন হবেন। কর্মস্থলে আজ আসতে পারে সফলতা। সহকর্মীদের সহায়তায় জটিল পরিস্থিতির সামধান হবে। প্রেমের জন্য দিনটি শুভ। প্রেমের প্রস্তাব করার জন্য আজকের দিনটিকে বেছে নিন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে অভিভাবকদের সাহায্যে। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা থাকবে। আনন্দের খবর আসতে পারে। অবসাদ থেকে দূরে থাকুন। গোটা দিনটি কাটবে মোটামুটি শুভ।
টোটকা: কাক ও কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গরিবদের বস্ত্র দান করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর