ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সাদা পোশাক পরুন ধনুরাশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ১৪, ২০১৪
সাদা পোশাক পরুন ধনুরাশি

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
মঙ্গলবার, তারিখ- ১৪/০১/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ১৯
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে দিনের মধ্যভাগের পরে সফলতা পাবেন। তবে অবাঞ্ছিত আইনি জতিলতায় জড়াতে পারেন।

পথে অযথা হয়রানির শিকার এবং কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। তবে সম্পর্কের জটিলতায় আপনি কিছুটা হতাশ হতে পারেন। সন্তানের জন্য দিনটি শুভ হলেও বাড়ির প্রবীণরা বাতের সমস্যায় ভুগতে পারেন। নতুন পথে রোজগারের সুযোগ আসতে পারে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। বিদেশ থেকে অর্থলাভের সম্ভবনা আছে। তবে কর্মক্ষত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য আসতে পারে কোন শুভ খবর। প্রেমের জন্য দিনটি শুভ নয়। পরিবারে মনোমালিন্য দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে দূরত্ব বাড়বে। উচ্চ রক্তচাপের রোগিরা উত্তেজনা থেকে দূরে থাকুন। দিনটি প্রথম ভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে কিছুটা শুভ।

টোটকা: নিজের পকেটে তুলসি পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
জমি-বাড়ি নিয়ে মামলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। প্রশাসনিক বিষয়ে হয়রানির শিকার হতে পারেন। ডাক্তারি পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি মঙ্গলময়। নতুন বন্ধু লাভের যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা দূর হতে পারে। শুভ ধাতু তামা। আজকে পরিবারের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। মোটের উপর দিনটি থাকবে শুভ।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
আপনার আজকের দিনটি মধ্যম। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। উকিল বা আইনের সঙ্গে যুক্তদের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ করতে পারেন। পারিবারিক সমস্যা নিয়ে আপনি কিছুটা বিব্রত হতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তার অবকাশ থাকবে। প্রেম যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারবে। শুভ ধাতু তামা।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
আজকের দিনে ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। নতুন ব্যবসার যোগাযোগ হতে পারে। সমাজসেবকদের সফলতা পাওয়ার আশা। আজকে বিনিয়োগ করতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ। সন্তানের বিশেষ পুরস্কার বা স্বীকৃতিলাভের খবর আসতে পারে। কৃষিক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ। অভিভাবকদের পরামর্শে ব্যবসায় উন্নতি হবে। শুভ ধাতু তামা।

টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ। যেকোন রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে। পথে সমস্যার মুখোমুখি হতে পারেন। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। হাইপ্রেসারের রোগিরা সর্তক থাকুন। রাগের বশে কাজ করা থেকে বিরত থাকুন। রিপু নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। মাতুল তরফে অর্থনাশের সম্ভবনা আছে। কৃষিকাজে যুক্তদের দিনটি শুভ।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ,  শুভ সংখ্যা: ৯
আজকের দিনটি প্রথমভাগে মিশ্র হলেও মধ্যভাগ থেকে শুভ। সন্তানের কাজ-কর্ম নিয়ে বিশেষ চিন্তা। পথে অযথা গোলমালের শিকার হতে পারেন। চোখের সমস্যায় ভুগতে পারেন। নতুন পথে ব্যবসায় রোজগারের সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসবে নতুন যোগাযোগের সুযোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে  জটিলতা বাড়বে।

টোটকা: কাক-পক্ষীকে ফল খাওয়ান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লাল,  শুভ সংখ্যা ৬
আজকের দিনে আপনার বস্ত্র ও গয়নাজাতীয় দ্রব্যের বিনিয়োগে লাভের যোগ আছে। বাড়িতে আত্মীয় সমাগমের যোগ। স্ত্রী বা মাতুল তরফে ধন লাভের যোগ দৃশ্যমান। সন্তানের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। যাতায়াতের পথে ঝামেলা এড়িয়ে চলুন। তবে প্রেমের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আপনার অনেক দিনের চেষ্টা সফলতার মুখ দেখতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়া দরকার। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৯
আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। আলোচনা না করে কোন রকম হঠকারি সিদ্ধান্ত নেবেন না। প্রেম নেই। আঘাত বা রক্তপাতের যোগ আছে। সন্তানের পড়াশুনা নিয়ে বিশেষ চিন্তা শুরু হতে পারে। অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবে। মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। অযথা অভিযোগের শিকার হতে পারেন। খেলোয়াড়দের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনৈতিক লাভের যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা আজ সারাদিন আপনাকে ঘিরে থাকতে পারে। । শুভ ধাতু তামা।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আজকে যে কোন রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে। আপনার  প্রিয়জনদের কিছু কিছু কাজকর্মে আপনার দুশ্চিন্তা বাড়বে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। হাইপ্রেসারের রোগিরা সর্তক থাকুন। নতুন সম্পর্কের ক্ষেত্রে সজাগ থাকুন। প্রেমের ক্ষেত্রে ভেবে-চিন্তে সিন্ধান্ত নিন। নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে ব্যবসা বাড়তে পারে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। আপনার আজকের দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ।

টোটকা: সদর দরজার ঠিক নিচে উত্তর  দিকে মুখ করে তেল এবং  সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৪
আজকের দিনে নতুন পরিচিত মানুষের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। ব্যবসা সংক্রান্ত  সমস্যার সুরাহা হতে পারে। সন্তানের বিশেষ কিছু কাজ-কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রে অযথা অভিযোগের শিকার হতে পারেন। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা বজায় থাকবে। প্রেম যোগ আছে। তবে প্রেমের জন্য পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ‍জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।