ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মডেল হাঁসের ক্যাটওয়াক!

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, জানুয়ারি ২২, ২০১৪
মডেল হাঁসের ক্যাটওয়াক!

ষাট বছর বয়সী অস্ট্রেলিয়ান কৃষক ব্রায়ান হ্যারিংটন বিশ্বাস করেন, তার পোষা হাঁসেরা প্রতিশ্রুতিশীল মেধাবী মডেল। এমনকি রক্ত মাংসের সুপার মডেলদের থেকেও মেধাবী ও স্মার্ট!



সমগ্র বিশ্বের কাছে তার এই ‘সত্য’ প্রমাণ করতে তিনি হাঁসগুলোকে সুন্দর আকর্ষক পোশাক পরিয়ে ক্যাটওয়াক করিয়েছেন সিডনির অন্যতম বড় উৎসব রয়্যাল ইস্টারে।

শোয়ের নাম দিয়েছেন ‘পাইড পিপার ডাকশো’।



অবাক করা হলেও সত্য যে, এই শো চলছে গত ত্রিশ বছর ধরে এবং এটা এই প্রমাণ করে যে মি. হ্যারিংটন তার প্রিয় হাঁসগুলো নিয়ে ঠিক কথাই বলেছেন।

প্রতিবছর ব্রায়ানের হাঁসেরা ভিন্ন পোশাক ও ফ্যাশনশৈলী নিয়ে হাজির হয় সবচেয়ে আধুনিক স্টাইল আইকন হিসেবে! হ্যাট, ফ্রকস এমন কি বিয়ের পোশাকও পরে তারা। মজার ব্যাপার, প্রশিক্ষিত একটি কুকুর তাদের দিক নির্দেশনায় সহায়তা করে।



অস্ট্রেলিয়ার বাৎসরিক উৎসবে যখন হাঁসের ক্যাটওয়াক প্রদর্শন করা হয়, তখন অসংখ্য ফটোগ্রাফারে ক্লিকের ঝলকানিতে অন্ধ হওয়ার যোগাড় হয় উপস্থিত দর্শক ও মডেল হাঁসদের। হাজার হাজার দর্শকের সামনে হাঁস মডেলদের চলাফেরা ও বুদ্ধিমত্তা বিচার করে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।



জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর অংশ হিসেবে ব্রায়ানের হাঁসগুলো অ্যাথলেটিক, দ্রুত দৌড়-যেখানে হাঁসগুলো একত্রে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।  



রয়্যাল ইস্টার শো প্রতিবছর চলে ১৪ দিন ধরে। এতে দর্শনার্থী আসেন প্রায় ৯ লাখ। নানা রঙের হাঁসের শরীরে নানা বর্ণের পোশাক পরিয়ে ক্যাটওয়াক করানো দেশটির বিখ্যাত একটি উৎসব!

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।