প্রিয়জনকে মনে রাখতে আমরা কত কিছুই না করি। মা বোন কিংবা প্রিয়জন সুই-সুতার কারুকাজ করা জিনিস ব্যবহার করি অনেকেই।
কিন্তু এবার অবাক করা এক কাণ্ড ঘটিয়েছেন স্পেনের এক আর্টিস্ট। হাতের তালুতে সুই-সুতা দিয়ে প্রিয়জনের মুখচ্ছবি এঁকেছেন তিনি!
হ্যাঁ, এমনটিই করে দেখালেন স্পেনের আর্টিস্ট ডেভিড ক্যাটা। হাতের তালুকে ক্যানভাস বানিয়ে তিনি সুই সুতার কারুকাজে ফুটিয়ে তুলেছেন মা-বাবা, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের ছবি। বাদ রাখেন নি মেয়ে বন্ধুর প্রতিকৃতিও।
আসুন দেখে নেই সে প্রতিকৃতিগুলোর কয়েকটি।
পরম মমতায় হাতের তালুতে এক প্রিয়জনের মুখ আঁকছেন ডেভিড।
ডেভিডের ভাই ছোট্ট জেভিয়ার।
ডেভিডের বন্ধু ভেরোর ছবি।
শিক্ষক কিউকো
আর বিরহ নয়। বান্ধবী এবার হাতের মুঠোয়! হ্যাঁ, ঠিকই ধরেছেন এটি ডেভিডের বান্ধবী তামারিনা।
একসঙ্গে দাদা-দাদু।
সুই-সুতা দিয়ে প্রতিটি মুখাবয়ব ফুটিয়ে তুলতে তার সময় লাগে চার ঘণ্টার মতো। হাতের তালুতে সুই ঢুকিয়ে এমন কাজ খুব সহজ নয়। এমনকি প্রতিকৃতিগুলো তুলে নেওয়ার পরও দাগ থেকে যায় হাতে।
তবে স্পেনের ভেরিয়েরো এলাকার বাসিন্দা ডেবিডের কাছে এটি স্বাভাবিক ব্যাপার।
যেমনটি বললেন ডেভিড নিজেই, ভাসা ভাসাভাবে করায় এটি তেমন কষ্টকর নয়। তবে ব্যথা যে একবারে হয় না এমনও নয়। তাদের (স্কেচ করা ব্যক্তিরা) জীবন আর আমার জীবন একই সুতোয় গাঁথা হয়ে আছে। এখানে ব্যথা কোনো সীমাবদ্ধতা হতে পারে না।
জীবনে স্মৃতিময় কিছু রেখে গেছেন এমন ব্যক্তিদের ছবিই ডেভিড তার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলেন বলেও জানান।
ডেভিড এপর্যন্ত তার বাবা-দাদা, ভাই, বন্ধু, শিক্ষক সহ ২০টির মতো মুখচ্ছবি এঁকেছেন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর