ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

তুলারাশির বেকারদের জন্য সুখবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ১৯, ২০১৪
তুলারাশির বেকারদের জন্য সুখবর

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
রোববার, তারিখ- ১৯/০১/২০১৩

mesh20মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা ও সবুজ শুভ সংখ্যা: ১৪
পরিশ্রমের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন আপনি। কাজ-কর্মে দেখা দিতে পারে অনিহা।

উগ্রতা পরিহার করুন। ভ্রমণের যোগ আছে। কর্কশ বাক্যের কারণে সহকর্মীদের বিরাগভাজন হবেন। বিনিয়োগ করার কথা ভাববেন না। পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অবসাদ থেকে দ‍ূরে থাকুন। রক্তপাত বা আঘাতের সম্ভাবনা আছে। পথে সাবধানে চলাফেরা করুন। প্রেমের জন্য দিনটি শুভ নয়।

টোটকা: কাক ও কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গরিবকে বস্ত্র ও খাদ্য দান করুন।

বৃbrish20ষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৩
আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো শুভ কাজে হাত দেওয়া ঠিক হবে না। বাইরের কোনো সম্মেলনে বা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বিনোদন শুভ। প্রেমের যোগ দেখা যাচ্ছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। চোখের সমস্যা কষ্ট দিতে পারে।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

Methun20মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৬
কলহ-বিবাদ এড়িয়ে চলুন। মনোবল বাড়বে। চঞ্চলতা ক্ষতির কারণ হবে। পায়ের হাড়ে কোনো ব্যথা হতে পারে। এমন কোন ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে পরে বিপত্তির সৃষ্টি হতে পারে। ধাতু সংক্রান্ত বাণিজ্যের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা। গাড়ি চালকরা অতি সাবধানে গাড়ি চালান। প্রেমের জন্য দিনটি অনুকূল নয়।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

korkot20কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৯
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্তিযোগ আছে। হাঁটুতে ব্যথা জনিত রোগ দেখা দিতে পারে । গুরুজনের পরামর্শে আপনার উন্নতি হবে । সিনেমা, সাহিত্য বিভাগের সাথে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তার উৎপত্তি। নতুন পরিচিত মানুষের মাধ্যমে আর্থিক লোকসান হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কুকুর, গবাদি পশুকে খাদ্য দিন। শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ  ফুল রাখুন।
 
Lion20সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১১
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা টাকা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সম্পত্তি সমস্যার সুরাহা হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। নতুন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

konnya20কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা টাকা আদায়ে কৌশলী হোন। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য আসতে পারে। তৃতীয় ব্যক্তি আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করবে। বিতর্ক এড়িয়ে চলুন। প্রেম শুভ নয়। মা বা মাতৃস্থানীয়দের বাতজনিত সমস্যা বাড়তে পারে।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধ‍ূপ নিবেদন করুন। গরিবকে আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

Tula2তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা টাকা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রজনৈতিক তৎপরতা শুভ। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। দিনের প্রান্তভাগে আকস্মিক ঘটনা আপনাকে আনন্দিত করতে পারে। তবে প্রেমের জন্য দিনটি অশুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

brischik2বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং নীল,  শুভ সংখ্যা: ১৪
আজকের দিনে যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। দ্রুত কাজ করতে গিয়ে বিপত্তির সৃষ্টি হতে পারে। সন্তানের কাজ-কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। পথে যে কোন গোলমাল থেকে দূরে থাকুন। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। চাকরির নতুন খবর আসতে পারে। শুভ ধাতু তামা।
 
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দিন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
 
Dhonu2ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: লাল,  শুভ সংখ্যা: ১৭
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বাড়বে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পেতে পারে। তবে হাইপ্রেসারের সমস্যা থাকলে সাবধানে থাকুন। শিক্ষক বা বিদ্যালয়ের কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ঝামেলা এড়িয়ে চলুন দিনের মধ্যভাগ থেকে স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা শুরু হতে পারে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

mokor20মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। কাছের বন্ধুর দিক থেকে বিশ্বাসভঙ্গের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন। আতর বা সুগন্ধি রাখুন বাড়ির দরজার পাশে।

khumvo20কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। খাদ্যনালির সমস্যায় ভুগতে পারেন। প্রশাসনিক কাজে যুক্তরা কাজে সফলতা পাবেন। তবে কোন অর্থ বিনিয়োগ করবেন না। আঘাত বা রক্তপাতের যোগ। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। যোগাযোগ বাড়বে। দিনটি প্রেমের জন্য অনূকুল নয়। শুভ ধাতু লোহা।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরিবকে বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।  

meean20মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো রকম অপ্রিয় উচিত সিদ্ধান্ত নিতে গিয়ে কর্মক্ষেত্রে বিপত্তির সৃষ্টি হতে পারে। প্রিয়জনদের অনৈতিক কাজে আপনার দুশ্চিন্তা বাড়বে। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আত্মীয়দের বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখিকে শস্য দান আপনার জন্য অতি শুভ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।