ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জানুয়ারি ২০, ২০১৪
পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।



বিআইডব্লিওটিসির পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, কুয়াশার কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় দুটো রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শাহ আলী এবং দুটো কে টাইপ ফেরি কপোতি ও কুমারী যানবাহন বোঝাই অবস্থায় মাঝ পদ্মায় আটকা ছিলো।

ফেরি চলাচল শুরু হওয়ায় আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে রওনা এবং পারাপারের অপেক্ষায় উভয় পারে থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।

বিআইডব্লিওটিসির পাটুরিয়া ফেরি ঘাট সূত্রে জানা গেছে, এই নৌ-রুটে বর্তমানে যানবাহন পারাপারের জন্য ৮ টি রো রো (বড়) ফেরি এবং ২ টি কে টাইপ (ছোট) ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।