আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
মঙ্গলবার, তারিখ- ২১/১/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৪
আপনি উদ্যমী, পরিশ্রমী ও সৎ। তবে নিকটাত্মীয়ের কূট চক্রান্তে আজ আপনি পরিবারে লোকজনদের কাছে অসম্মানিত হতে পারেন।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

প্রেমের প্রস্তাব করতে হলে আজকের দিনটি অতি শুভ। তবে সাফল্য পেতে কিছুটা সময় লাগতে পারে। হতাশ হবেন না। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা দূর হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কমবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বাড়বে সামাজিক পরিচয়।
টোটকা: নিজের পকেটে তুলসি পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল। সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। অভিভাবকদের পরামর্শে আপনার ব্যবসায়িক উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজ আপনি উন্নতির বিশেষ সুযোগ পেতে পারেন। তবে প্রেম নিয়ে কাছের বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। বিচারে আপনার আজকের দিনটি মিশ্র।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

আপনি সাহসী মানুষ কিন্তু অযাচিত সমালোচনা আপনাকে কঠোর সিন্ধান্ত নিতে বিরত করতে পারে। সমালোচনা সহজ ভাবে গ্রহণ করুন। আজ আত্মশক্তির অভাব আপনাকে বিব্রত রাখবে। বিনিয়োগের জন্য দিনটি কার্যকরী। সৃজনশীল কাজে সফলতার যোগ। ব্যবসায়িক কাজে দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

সঙ্গীত, নাটকের সঙ্গে যুক্ত মানুষরা আজকের দিনে সফলতার খবর পেতে পারেন। ব্যবসার ভবিষ্যত নিয়ে চিন্তা থাকলেও ব্যবসায় নতুন দিশা দেখা দিতে পারে। দিনের মধ্যভাগ থেকে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বাধা আসতে পারে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের পরিকল্পনায়। প্রেমের জন্য শুভ। তবে বিশ্বাস করে ঠকে যাবার লক্ষ্মণ আপনার ভাগ্যে দেখা যাচ্ছে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপাকার পাবেন। অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

চকচকে জিনিস মানেই সেটি সোনা নয়, প্রবাদটি মনে রাখবেন। অতি দ্রুত সিদ্ধান্ত আপনাকে বার বার অসফল করছে। ধীরে সিন্ধান্ত নিন। কর্মক্ষেত্রে দিনটি শুভ। তবে বাড়ির মানুষদের শরীর নিয়ে চিন্তা আপনাকে উদ্বিগ্ন রাখবে। সতর্ক থাকবেন অতি লোভজনিত প্রস্তাব সম্পর্কে। প্রেম মধ্যম। মোটের উপর আপনার আজকের দিনটাও কাটবে মধ্যম।
টোটকা: কাক-পক্ষীকে ফল খাওয়ান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

আপনি ঠাণ্ডা মাথার মানুষ হলেও মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ছেন। কোনো কোনো সময় অবসাদ ঘিরে ধরে আপনাকে। এক ধরনের নেতিবাচক ভাব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলছে। সবার মধ্যে একা বলে মনে হয়। এর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। লক্ষ্য ঠিক করে ফেলুন। প্রেমের প্রস্তাব করতে চাইলে আজকের দিনে প্রস্তাব পেশ করুন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। হার্ট, হাইপ্রেসারের রোগিরা সাবধানে থাকুন। নক্ষত্রের হিসাবে আপনার আজকের দিনটি শুভ।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

সন্তানের প্রশংসা আপনাকে আনন্দ দেবে। দিনের শেষে বাড়িতে আসতে পারে কোনো খুশির খবর। সমাগম হতে পারে আত্মীয়-বন্ধুদের। যদি আপনি প্রেমিক মনের মানুষ হয়ে থাকেন তবে আজকের দিনে আপনার জন্য হাজির হতেই পারে আপনার মনের মানুষের কাছ থেকে বিশেষ বার্তা। তবে কর্মক্ষেত্র ও সন্তানের শরীর নিয়ে আজ আপনি চিন্তায় থাকবেন। বিচারে আপনার আজকের দিনটি শুভ।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়েদিন। কাককে শস্য দানা দান করুন।

বিদেশ যাওয়ার খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কিঞ্চিৎ উত্তেজনা থাকলেও আপনার বুদ্ধিমত্তা তাকে প্রশমিত করবে। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটি রদ করুন। হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। মোটের উপর আপনার দিনটা শুভ কাটবে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন।

প্রিয় ও বিশ্বাসী মানুষরা তাদের অবাঞ্ছিত ব্যবহারে আপনাকে বিচলিত করবে। অভিভাবকদের সঙ্গে দূরত্ব বাড়বে অর্থ বিষয়ে। আপনি সদা সর্তক কিন্তু আজ কোনো চাটুকারের দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন। আপনি সৎ ও মানুষকে বিশ্বাস করেন। কিন্তু আপনার পরিচিত কোনো ব্যক্তি আজ আপনার এই বিশ্বাসের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধহস্ত। এই দক্ষতার ফলাফল শুভ হবে। তবে বিচারে আপনার আজকের দিনটি মিশ্র। আজকের দিনে আপনার প্রেম ও নতুন বন্ধু লাভের সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাব অথবা উপহার আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাত লাগার সংকেত পাওয়া যাচ্ছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

পরিবারে উচিত কথা বলার জন্য কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হতে পারে। খরচ কমানোর বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার হাজির হবে নতুন সুযোগ। উচ্চাকাঙ্ক্ষী হলেও আপনি সংযত ও নির্ভীক। চতুর ব্যক্তি বা অতি লোভনীয় বস্তু থেকে নিজেকে দূরে রাখুন। প্রেম যোগ ক্ষীণ।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪