ঢাকা: যত্নে জ্ঞানের ভাণ্ডার বই সংরক্ষণ করতে বইপ্রেমীদের কতই না ভাবনা। তবে আজকাল শুধু বই সংরক্ষণ নয়, ঘরের সৌন্দর্য বাড়াতেও তৈরি করা হয় নানা ধরনের বুক সেলফ।
পড়ার ঘর ছাড়াও সারা বাড়িতেই থাকতে পারে বুক সেলফ। অন্য আসবাবের মতো স্বল্প জায়গায় যে কোনো ঘরে একটি বুক সেলফ ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে অনেক গুণ।
আসুন দেখা যাক বিভিন্ন ধরনের বুক সেলফ কীভাবে সাজিয়ে তোলে ঘরের সৌন্দর্য।

বসার ঘরে ফুল কিংবা গাছের আকারে বুক সেলফ আপনার ঘরের সৌন্দর্য যেমন বাড়িয়ে দিতে পারে, একইভাবে বইপ্রেমীরা হাতের নাগালেই পেতে পারেন প্রয়োজনীয় বইটি।

জায়গার অভাবে অনেকেই বই রাখা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। অথচ সঠিকভাবে ব্যবহার করা হলে আনাচে-কানাচেও অনেক জায়গা হয়ে উঠতে পারে আপনার মনের মতো। সিঁড়ির নিচে একটি বুক সেলফ খুব সহজেই কেড়ে নিতে পারে আপনার বাড়িতে আসা অতিথির নজর।

হঠাৎ মনে আসা একটি কবিতার লাইন খুব সহজেই হাতের কাছে পেতে পারেন দেয়ালে থাকা বুক সেলফে।

টেবিলও হতে পারে বই রাখার একটি অসাধারণ জায়গা। বিছানার পাশে থাকা টেবিল যদি বুক সেলফ হয় তাহলে ঘুম থেকে জেগেই হাতের কাছে পেতে পারেন আপনার পছন্দের বইটি।

এভাবে আপনার সারা বাড়ি সেজে উঠতে পারে একটি গোছানো লাইব্রেরিতে। আর আপনার সন্তান হয়ে উঠতে পারে বইয়ের সংস্পর্শে একজন আলোকিত মানুষ।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩