ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সূর্যাস্তে ভল্লুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, জানুয়ারি ২৩, ২০১৪
সূর্যাস্তে ভল্লুক

সারাবিশ্বে প্রচণ্ড শীত বয়ে যাচ্ছে। মেরু অঞ্চলীয় ভল্লুকটি তার দুই বাচ্চাকে নিয়ে শেষ বিকেলে সূর্যস্নানে এসেছে একটু উষ্ণতার আশায়।





যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কটোভিকে আর্কটিক ন্যাশনাল ওয়াইললাইফ রিফিউজিতে এই অসাধারণ দৃশ্য ধরা পড়ে।



ফটোগ্রাফার সিলভেইন কর্ডিয়ার এই ভল্লুকের পেছনে ভালো ছবির জন্য তিন সপ্তাহ ছুটেছেন।



৬৭ বছর বয়সী ফ্রান্সের এই ফটোগ্রাফার বলেন, আমি সত্যিই ভাগ্যবান। নতুবা এই সুন্দর কম্বিনেশন কখনোই আমার চোখে পড়তো না।


তিনি বলেন, মা ভল্লুকটি এই দারুণ ছবিগুলো তোলার জন্য আমাকে সাহায্য করেছে। নৌকায় তীরের খুব কাছ থেকে যখন ছবি তুলছিলাম তখন তাকে বেশ শান্তই মনে হলো।



তিনি বলেন, কিউট দুটি বাচ্চা নিয়ে মাকে মোটেই চিন্তিত মনে হয়নি। খুব ন্যাচারাল ছিল ওর আচরণ।



সঙ্গে অনুকূল আবহাওয়াটাও আমাকে বেশ সহায়তা করেছে।



পরম মমতায় মায়ের সঙ্গে শুয়ে আছে।

বাংলাদেশ সময়: 00১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।