ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সপ্তাহটি কেমন যাবে মেষরাশির

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, জানুয়ারি ২৪, ২০১৪
সপ্তাহটি কেমন যাবে মেষরাশির

মেষরাশি: (২১ মার্চ থেকে ২০ এপ্রিল)
চলতি সপ্তাহটি আনন্দ-বেদনায় কাটবে মেষরাশির জাতক-জাতিকাদের। আগামী সাতটি দিন চূড়ান্ত ব্যস্ততা ঘিরে থাকবে আপনাকে।

কর্মক্ষেত্রে এই সপ্তাহ মোটামুটি শুভ। তবে নিজের বা পরিবারের জন্য ইচ্ছা করলেও সময় বের করতে পারবেন না।

বুধবার দুপুরের পরের সময়টা বিশেষভাবে সতর্ক থাকা দরকার। এই সময় থেকে কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসার জায়গায় জটিলতা দেখা দিতে পারে।

ক্রোধবশত কোনো মানুষের অবমূল্যায়ন করার ফলে কাছের বন্ধুর থেকে দূরে সরে যাওয়ার মতো কোনো ঘটনা এ সপ্তাহে আপনার জীবনে ঘটতে পারে।

সুন্দর ব্যবহার আপনাকে মুগ্ধ করে। কিন্তু সপ্তাহের মধ্যভাগে আপনি বিশ্বাসভঙ্গের শিকার হতে পারেন। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে কোনো অর্থনৈতিক লেনদেন বা ব্যবসায়িক চুক্তি।

পারিবারিক জীবন এ সপ্তাহে মিশ্র। প্রেমিক-প্রেমিকাদের জন্য সপ্তাহটি মোটের উপর শুভ। তবে বুধবারের পর থেকে পারস্পরিক সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। এ সপ্তাহে ছোট ছোট সমস্যা ছাড়া শরীর ভালোই থাকবে।

বৃষ-এর জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অনমনীয় দৃঢ়তার প্রকাশ ঘটতে পারে। পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থেকেও নিজের মতের উপর ভরসা করে গুরুতবপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে।

আগামী সপ্তাহে জানুন কেমন কাটবে পুরো সপ্তাহ বৃষরাশির।


*ঘরে সাদা ফুল রাখুন কুম্ভরাশি: যোগ্যতা প্রমাণের সুযোগ ধনুরাশির


বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।