ঢাকা: বাড়িটির নাম এন্টিলিয়া। ভারতের অভিজাত শহর মুম্বাইয়ে অবস্থিত।
ভারতের সবচে’ ধনী ব্যক্তি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি এই বাড়িটির মালিক।
আর এই বাড়িটিই বিশ্বের সবচে’ বিলাসবহুল ও ব্যয়বহুল বাড়ি বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

৬০ তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও বাড়িটি ২৭ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে, প্রতিটি তলাই স্বাভাবিক ভবনগুলোর ২ তলার সমান।
৪ লক্ষ স্কয়ারফুটের বাড়িটির প্রতি স্কয়ারফিটের দাম ১০ হাজার ডলার। আর বাড়িটির বাজার মূল্য ৩২ হাজার কোটি টাকারও বেশি। বাড়িটির নিরাপত্তায় কাজ করে অর্ধশতাধিক নিরাপত্তাকর্মী।

বিলাসবহুল এই বাড়িটিতে রয়েছে ৩ টি হেলিপ্যাড। বাড়ির একটি ফ্লোরে (তলা) একটি থিয়েটর তৈরি করা হয়েছে যেখানে একসঙ্গে পঞ্চাশজন সিনেমা উপভোগ করতে পারে।
বাড়িটির একটি ফ্লোরের পুরো অংশ নিয়ে একটি হেলথ ক্লাব রয়েছে। হেলথ ক্লাবটিতে ব্যায়াম করার জন্য আন্তর্জাতিক মানের সকল সরঞ্জাম রয়েছে।

এছাড়া, একটি ফ্লোরে ১টি সুইমিং পুল, ৩টি ফ্লোরে ঝুলন্ত বাগান, ১টি বলরুম, একটি লাউঞ্জ, একটি কৃত্রিম স্নোফলের ঘর রয়েছে।

মাটির উপর ও নিচ মিলে ৩৩ তলা বাড়িটিতে উঠানামা করার জন্য ৯টি অত্যাধুনিক লিফট রয়েছে।
বাড়িটির বেজমেন্টের নিচে আন্ডারগ্রাউন্ডে ৬ তলা পার্কিংয়ের সুবিধাও রয়েছে যাতে দেড়শ‘র বেশি গাড়ি পার্ক করা যায়।
২০১০ সালে বাড়িটি নির্মাণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪