মাঘের শীতে বাইক্কার বিলে পাখিদের কলকাকলি চলছে একথা সেখানে না গিয়েও লিখে দেওয়া যায়। কিন্তু কেমন হতে পারে সেই কল-কাকলি! বকেদের বচসা, পানকৌড়ির ডুব, মাছরাঙার জলভেদী চাহুনি, বালিহাসগুলোর দারুণ সিনক্রোনাইজেশন! সেকথা কি আর দূর থেকে বলে দেওয়া সম্ভব! না তার জন্য দেখতে হবে নিজ চোখে।
আর যেমন দেখা তেমন করে বর্ণনা করলে পাঠকের চোখেও ফুটে উঠতে পারে সেই বিলের শীতের সকাল-দুপুর-বিকেল-রাতের দৃশ্য। বাংলানিউজের টিম এজন্যই এখন বাইক্কার বিলে। নিউজরুম এডিটর আসিফ আজিজ বাংলার ছাত্র, লেখনিতে কাব্যের সংযোজন ঘটবেই। ফটো করেসপন্ডেন্ট নূর তার টেলিলেন্স নিয়ে সাথে সাথে। এক ছবি বলবে হাজার শব্দের কথা। আর দীর্ঘ অভিজ্ঞতায় পাখ-পাখালির ভাষা বোঝেন, অভিব্যক্তির প্রকাশ বোঝেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। এই তিনজনের দল বাইক্কার বিলে বাঁকে বাঁকে ঘুরছেন। বাংলানিউজের পাঠকের জন্য তাদের সচিত্র প্রতিবেদন আসছে। তবে কেউ যদি বাইক্কার বিল নিয়ে জানেন বাড়তি কোনো তথ্য তাহলে তা যোগ করতে ফোন করতে পারেন ০১৭১৬৫৯৯৩১১ অথবা ০১৬১২৬৯৬৯৬৯ নম্বরে। ই-মেইল করতে পারেন ashif.dipon@gmail.com
বাংলাদেশ সময় ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।