আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ২৭/০১/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা ও সবুজ শুভ সংখ্যা : ১৪
আপনার উপস্থিত বুদ্ধির ফলে কোনো অসামাজিক ঘটনা বা চুরি- ডাকাতির চেষ্টা বানচাল হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি অভিনন্দিত হতে পারেন।
(টোটকা: ধর্ম গ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন। গরীব দের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ)

বহু পরিশ্রম করে সামান্য কাজে সামান্য অগ্রগতি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পাওনা টাকা নিয়ে সমস্যার যোগ আছে। আজকের দিনে ছাত্রদের আশানুরূপ ফল হবে না। প্রেম যোগ ক্ষীণ। জালিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধের মুখোমুখি দাঁড়াতে হতে পারে।
(টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন)

আকস্মিক কোনো ঘটনা বন্ধুদের থেকে আপনাকে বেশ কিছুটা দূরে সরিয়ে দিতে পারে। গুপ্ত চক্রান্তের ফলে সামাজিক সম্মানের হানি হতে পারে। অভিভাবকদের সঙ্গে দূরত্ব দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি কাটবে ব্যস্ততার মধ্যে । পরিবারে আত্মীয় বন্ধুদের আগমনের যোগ আছে। দামি উপহার পাবার যোগ আছে।
(টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন)

নিকট বন্ধুকে ডাকে আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। কাজের ক্ষত্রে কিছুটা সমস্যা হলেও সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। প্রেম যোগ আছে। কর্মক্ষেত্রে দিনের শেষ ভায়ে শুভ ফলাফল লাভের যোগ আছে। সন্তানের ব্যবহার নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। শিক্ষিকাদের সম্মান লাভের যোগ আছে।
(টোটকা :সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল ভিজিয়ে রাখুন)

হঠাৎ করে ইচ্ছা পূরণ হতে পারে। কোনো ভালো খবর বা দামি উপহার পাবার যোগ আছে। ব্যবসায়ে অর্থ লাভার যোগ। কর্মক্ষেত্রে দিন কাটবে সমস্যা হীনভাবে। প্রেমের জন্য দিনটি শুভ। আসতে পারে প্রেমের প্রস্তাব। জাতিকাদের জন্য দীর্ঘ দিনের শারীরিক সমস্যার থকে মুক্তির দিশার দেখা মিলতে পারে। সংসারে গুরুজনদের থকে উপহার পাবার যোগ আছে।
(টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন)

সমস্যা বহুল আজকের দিনের শুরু হতে পারে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বিতর্ক দিয়ে। ব্যবসার ক্ষেত্রে যেকোনো জটিল পরিস্থিতিকে এড়িয়ে চলুন। সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতার সৃষ্টি হতে পারে। প্রেম যোগ নেই। জাতিকাদের ক্ষত্রে অহেতুক সন্দেহের শিকার এবং অসৌজন্য মূলক আচরণের মুখোমুখি হবার যোগ আছে। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।
(টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিশ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন)

বকেয়া পাওনা অথবা নতুন ব্যবসার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র শুভ। তবে পিতা মাতার শরীর নিয়ে সমস্যা বাড়বে। ছাত্রদের সফলতার খবর আসতে পারে। প্রেম জন্য দিনটি মধ্যম। জাতিকাদের জন্য দিনটি কাটবে আনন্দে। পরিবারে আনন্দ অনুষ্ঠানের যোগ আছে। গুরুজনদের আশীর্বাদ এবং শুভ কামনা পাবেন।
(টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিশ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন)

ভুল সন্ধানের ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। ব্যবসায়ে শত্রুপক্ষের কূটচালের ফলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। পরিবারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে অসহযোগিতার শিকার হবার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
(টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিশ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন)

নিজের বুদ্ধি এবং শক্তির দ্বারা কঠিন লক্ষে জয় করার যোগ আছে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়ের জন্য দিনটি শুভ। প্রেমের প্রস্তাব আসতে পারে। পারিবারিক বিরোধের অবসান ঘটবে। জাতিকাদের জন্য শুভ সংবাদ আসার যোগ আছে। পরিবারে আনন্দ অনুষ্ঠান এর যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।
(টোটকা :সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল ভিজিয়ে রাখুন)

সন্তানের খবরে আনন্দিত এবং চিন্তা মুক্ত হবেন। কর্মস্থলে উচ্চপদাধিকারীদের আস্থা ভাজন হবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন বরাত পাবার যোগ আছে। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে ব্যস্ততা বাড়বে। মাতুল তরফে শুভ সংবাদ আসতে পারে, ভ্রমণের যোগ আছে।
(টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন)

আপনার পরিকল্পনা মাফিক কাজ আপনাকে আজকের দিনে সাফল্য এনে দেবে। ব্যবসায়ীরা নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। পিতার শরীর নিয়ে চিন্তার জন্ম নেবে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্র এবং পরিবার শুভ হলেও, যাত্রা পথে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। সতর্ক থাকা প্রয়োজন।
(টোটকা: ধর্ম গ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন। গরীব দের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ)

স্নেহভাজন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিক সুরাহা হতে পারে। শিল্পকলার সঙ্গে যুক্তদের সামাজিক সম্মান লাভের সুযোগ। প্রেমের জন্য দিনটি শুভ। ছাত্রদের জন্য সফলতার খবর আসতে পারে। মীন জাতিকারা সমাজসেবার সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক কাজে সম্মান লাভের যোগ আছে। ভ্রমণের সম্ভাবনা লক্ষণীয়।
(টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন)
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪