ঢাকা: মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক দীর্ঘদিনের। যেমন সম্পর্ক গড়েছেন ইন্দোনেশিয়ার আব্দুল্লাহ শোলে (৩৩)।

দু’জনের সম্পর্কের গভীরতা এতটাই প্রবল যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একসঙ্গে ঘুম-নাওয়া-খাওয়া সবই চলে।

মুলানের মালিক নুর মোহাম্মদ সোলেহ (৫১) মাত্র তিনমাস বয়সে মুলানকে তুলে দেন আব্দুল্লাহ শোলের কাছে। সেই থকে মুলানকে দেখাশোনা করে আসছেন আব্দুল্লাহ।

বর্তমানে মুলানের ওজন ১৭৮ কে.জি। লেজসহ লম্বায় তিন মিটার এবং উচ্চতায় এক মিটার। ছয় বছর বয়সী মুলান প্রতিদিন দুইবার ছয়কেজি করে মাংস খায় ।

বাকি জীবনও মুলানের সঙ্গেই কাটিয়ে দিতে চান আব্দুল্লাহ।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪