কেমন যাবে বৃহস্পতিবার
জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ৩০/০১/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ শুভ সংখ্যা : ১৯
অসহযোগিতার ফলে কাজে বাঁধা আসতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা বের হবে।
(টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন)বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা :৪
কাজে অগ্রগতি হবে। অতীতের কোনো বিষয় আজকের দিনে আপনার মনকে ভারাক্রান্ত করতে পারে। প্রবাসে থাকা বন্ধুর সফলতার খবর আসতে পারে। জীবাণুঘটিত শারীরিক সমস্যার শিকার হতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকারা আত্মবিশ্বাসের ব্যবহারে কর্মে সফলতা পাবেন। আপনার সমস্যা সমাধানে পাশে পাবেন পারিবারের লোকজনকে।
(টোটকা- নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন। )মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা :৭
পরিচিত মানুষের দ্বারা ভুল তথ্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক লোকসানের মুখোমুখি হতে পারেন। পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমানিল্য হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। ভ্রমনের যোগ দেখা যাচ্ছে।
(টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন)কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা :২
দাম্পত্য জীবনে ঝড় ঝামেলা থকে মুক্তি পাবেন। নতুন মানুষের সাহায্যে পারিবারিক জীবন থাকবে আনন্দময়। প্রেমযোগ আছে। তবে অভিভাবকদের শরীর নিয়ে কিছুটা সমস্যা থাকবে। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। পারিবারিক সূত্রে উপহার বা ধনলাভের যোগ আছে।
(টোটকা- কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন। )সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
সামাজিক কাজে খ্যাতি বৃদ্ধি বা সুনাম অর্জন করতে পারেন। ছাত্রদের জন্য দিনটি শুভ। চাকরি প্রার্থীদের জন্য শুভ খবর আসতে পারে। প্রেমের জন্য দিনটি প্রতিকূল। জাতিকারা প্রতিবেশী এমন কোনো মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।
(টোটকা- গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন। )কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ৪
নিকট বন্ধুর সাহায্যে মনোবল ফিরে পাবেন। ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষায় সাফল্যের খবর আসবে। আঘাতের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের ভ্রমণের যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতার সৃষ্টি হত পারে।
(টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন)
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ শুভ সংখ্যা: ৯
স্নেহভাজন কোনো ব্যক্তির সাহায্যে অর্থনৈতিক সাহায্য লাভ করতে পারেন। পরিবারের অভিভাবকদের সঙ্গে কোনো বিশেষ কারণে মতবিরোধ হতে পারে। আইনি জটিলতায় জড়াতে পারেন। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকারা মায়ের শরীর নিয়ে বিশেষ ব্যস্ত হয়ে পড়বেন। হাঁটু বা পায়ের অন্য কোন অংশে চোট পাবার সম্ভাবনা।
(টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন) বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লালা, শুভ সংখ্যা : ৬
প্রভাবশালী ব্যক্তির সুপারিশে জটিল কাজ সহজ হয়ে যেতে পারে। তবে আজকের দিনে শত্রু সংখ্যা বাড়তে পারে। নিকট বন্ধুর সঙ্গে মতবিরোধের যোগ আছে। প্রেম নেই। জাতিকারা সামাজিক সম্মান লাভ করবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হবার যোগ আছে।
(টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন)ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৯
কোনো বিশেষ সিদ্ধান্ত নিয়ে মানসিক টানাপড়েন বৃদ্ধি পাবে। সচেষ্ট না হবার ফলে প্রেমে সফলতা পাবার আশা কম। তবে অর্থযোগ দেখা যাচ্ছে। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। খরচ বৃদ্ধি পাবে।
(টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম, চাল ভিজিয়ে রাখুন)মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১২
নিজের উদ্যমের ফলে অশুভ সমস্ত প্রভাব থেকে মুক্তি পাবেন। ছাত্রদের বিশেষ সফলতা। প্রেমের ক্ষেত্রে বাঁধা থাকলেও সফলতা পাবার যোগ আছে। পরিবারের মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে অযাচিত প্রাপ্তিযোগ আছে। তবে শারীরিক সমস্যা কিছুটা কষ্ট দিতে পারে।
(টোটকা-গোলাপ জল মিশ্রিত জলে পাঁচটি তুলসী পাতা রেখে বিছানার তলায় সারা রাত রেখে দিন)কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
দলগত কাজে সফলতা পাবেন। নেতৃত্ব দেবার জন্য সুনাম অর্জন করবেন। তবে সহযোগীদের মধ্যে কেউ কেউ আপনার সমালোচনা করতে পারে। সামাজিক সম্মান লাভের সুযোগ আছে। মঞ্চের সঙ্গে যুক্ত জাতিকারা সংবর্ধিত হবেন। শিল্পকর্মের জন্য জাতিকাদের স্বীকৃতি লাভ হতে পারে।
(টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন। )মীন: (১৯ ফেব্রুয়ারি– ২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
এলোমেলো হয়ে থাকা কাজ গুছিয়ে আনতে সক্ষম হবেন। পরিবারে খুশির খবর আসবে। আনন্দ অনুষ্ঠানের যোগ আছে। সন্তানের চাকরির খবর আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের জন্য দিনটি কাটবে সন্তানকে নিয়ে ব্যস্ততা আর পারিবারিক অনুষ্ঠান সামাল দিতে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
(টোটকা: সদর দরজার ঠিক বিপরীত দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি হলুদের টুকরা কে মাটিতে পুঁতে রাখুন)
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪