স্বপ্ন অধরাই থেকে যায়। তবু স্বপ্ন দেখাই যেন সবচেয়ে আনন্দের।
উপস্থিত দেশি-বিদেশি আলোকচিত্রীরা মিলে সমবেতভাবে উৎসবটির উদ্বোধন করেন বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক আদালতের কৌঁসুলি ড. লুই মোরেনো-ওকাম্পো।
দৃক টেলিভিশনের (www.drik.tv) ওয়েব-স্ক্রিনিংয়ের মাধ্যমে পৃথিবীর সব দেশ থেকে দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠানসহ গ্যেটে ইনস্টিটিউটে আয়োজিত প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান।
বর্তমানে ঢাকায় করছেন বিশ্ববিখ্যাত মেক্সিকান আলোকচিত্রী পেদ্রো মেয়ার, নাদিয়া বারাম; মোজাম্বিকের মোরিয়ো মাকিলাও এবং ইরানের আলি আকবর শিরজিয়ান।
দৃক গ্যালারি আয়োজিত দ্বি-বার্ষিক এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশের আলোকচিত্রীরা। ঢাকার সাতটি স্থানে প্রদর্শিত হচ্ছে ৪০০-র বেশি আলোকচিত্র। এছাড়া থাকছে রিকশাভ্যানযোগে ভ্রাম্যমাণ প্রদর্শনী। কর্মশালা, চলচ্চিত্র ও নাট্যানুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে উৎসবটিকে আরো আর্কষণীয় করে তোলার জন্য।
পক্ষকালব্যাপী এই উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
অংশগ্রহণকারী দেশ
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আর্জেটিনা, আয়ারল্যান্ড, কম্বোডিয়া, চিলি, ফ্রান্স, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মেক্সিকো, মোজাম্বিক, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, টোগো, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র।
উৎসবস্থান
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, অলিয়ঁস ফ্রঁসেজ, এশিয়াটিক গ্যালারি অব ফাইন আর্টস, ব্রিটিশ কাউন্সিল, দৃক গ্যালারি, গ্যেটে ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
কয়েকটি একক প্রদর্শনী
অস্ট্রেলীয় আলোকচিত্রী ব্রোনেক কজকার প্রদর্শনী ‘সাবার্বিয়া : দ্য অস্ট্রেলিয়ান ড্রিম’ শুরু হবে উৎসবের উদ্বোধনীর দিন থেকেই। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এই প্রদর্শনীর পাশাপাশি চলবে আরেক অস্ট্রেলীয় আলোকচিত্রী কেলি হাসি-স্মিথের ‘কেইজড’।
বাংলাদেশি আলোকচিত্রী দেবাশিস সোমের ‘ঢাকা : মাই ড্রিমস, মাই রিয়ালিটি’ দৃক গ্যালারিতে শুরু হবে ২৩ জানুয়ারি বিকাল ৩টায়। একই গ্যালারিতে চলবে আরেক বাংলাদেশি আলোকচিত্রী মোনেম ওয়াসিফের ‘সল্ট ওয়াটার টিয়ারস’।
আরো থাকছে ফরাসি আলোকচিত্রী লহাঁ লেঁব্লঁ, জার্মান আলোকচিত্রী স্টেফান রাবোল্ড, স্পেনের আইতর লারা, ভারতের অমিত মেহরা ও ডেভিড ডি সুজা, পাকিস্তানের আসিম রফিকি, ইন্দোনেশিয়ার রনি জাকারিয়া, ইরানের আলি আকবর শিরজিয়ান, জাপানের কোসুকে ওকাহারা, মেক্সিকোর কার্লোস কাজালিস এবং মোজাম্বিকের মারিয়ো মাকিলাওর একক প্রদর্শনী।
আজীবন সম্মাননা পুরস্কার
এ বছরের ছবিমেলায় আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে বাংলাদেশি আলোকচিত্রী নাইব উদ্দিন আহমেদ (মরণোত্তর), মেক্সিকোর পেদ্রে মেয়ার ও নাইজেরিয়ার জে ডি ওখাই ওজেইকেরেকে।
সান্ধ্য আয়োজন
রাজধানীর গ্যেটে ইনস্টিটিউটে ২১ জানুয়ারি শুরু হওয়া সান্ধ্য আয়োজন শেষ হবে ২৬ জানুয়ারি। এই অনুষ্ঠানে আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর পাশাপাশি থাকছে ছবির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। বিভিন্ন দেশের খ্যাতিমান আলোচিত্রীরা অংশ নিচ্ছেন এসব অনুষ্ঠানে।
বাংলাদেশ সময় ১৭৪৬, জানুয়ারি ২১, ২০১১