ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলাদেশের প্রথম অনলাইন উদ্ভিদ ডাটাবেইস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জানুয়ারি ২২, ২০১১
বাংলাদেশের প্রথম অনলাইন উদ্ভিদ ডাটাবেইস

পৃথিবীর সব দেশেই অনলাইন উদ্ভিদ ডাটাবেইস অনেক আগ থেকেই চালু আছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও  এন্টিএ্যাজমা, এন্টিডায়েবেটিক, এন্টিক্যান্সার উদ্ভিদ ডাটাবেইস তৈরি করে ফেলছে।

কিন্তু আমাদের দেশে একটি সামগ্রিক উদ্ভিদ ডাটাবেইস এখন পর্যন্ত তৈরি হয়নি।

সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনভিত্তিক উদ্ভিদ ডাটাবেইসটি তৈরি করেছেন মোঃ সালাহ উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানে এমএস থিসিসের কাজে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও বাংলাদেশের গাছগাছালি নিয়ে তথ্যসমৃদ্ধ কোনো সাইট খুঁজে পাননি। তাই এ অভাবটি যাতে বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে ভোগ করতে না হয় সে ব্রত নিয়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকদের সহযোগিতায়  দু বছর ধরে বিভিন্ন জার্নাল, থিসিস পেপার, বই ও হারবেরিয়াম থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশের একটি সামগ্রিক উদ্ভিদ ডাটাবেইস ‘ইথনোবোটানিক্যাল ডাটাবেইস অব বাংলাদেশ (ইডিবি)’ তৈরি করেছেন। এর ওয়েব ঠিকানা http://www.ethnobotanybd.com পড়স।

এখানে প্রত্যেকটি উদ্ভিদের বাংলা নাম, উপজাতি নাম, শ্রেণীবিন্যাস, বাহ্যিক বৈশিষ্ট্য, রাসায়নিক উপাদান, ভেষজ গুণাগুণ ও বিস্তার সম্পর্কে জানা যাবে।

এ ডাটাবেইসটি উদ্ভিদবিজ্ঞান, ইথনোবোটানি, মেডিকেল নৃবিজ্ঞান, ফরেস্ট্রি এন্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্স, প্রাণরসায়ন, অনুজীববিজ্ঞান, ভেষজবিজ্ঞান এবং বায়োলজিক্যাল সায়েন্সসহ অন্যান্য শাখার ছাত্র, গবেষক ও বিজ্ঞানীদের কাজে লাগবে।

প্রকৃতি থেকে অর্জিত উদ্ভিদের বিভিন্ন নৃতাত্ত্বিক ভেষজ ব্যবহারবিষয়ক জ্ঞান কোনো ধরনের লিখিত রূপ ছাড়াই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, যা বিবিধ কারণে চিরকালের জন্য বিলুপ্তির যে উপক্রম হয়েছে তা এ ডাটাবেইসের মাধ্যমে সংরক্ষণ করা যাবে খুব সহজেই।

স্বদেশীয় জ্ঞান সংরক্ষণ করে জৈববৈচিত্র্য রক্ষা করাই এ ডাটাবেইসের মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সময় ২০০৫, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।