রাশিয়ার মস্কোর একটি স্কুলে বর্তমানে বিশেষ একজন ছাত্রকে দেখা যাচ্ছে। এ ছাত্রের নাম স্তেপান।
একই সময়ে বাড়িতে কম্পিউটারের সামনে বসে তার ওই প্লাস্টিক বন্ধুর সাহায্যে বড় বড় নীল চোখ আর বাদামী চুলের ১২ বছরের বাস্তব স্তেপান তার বাড়িতে বসে পড়া শিখছে।
স্তেপান সুপিন গত দু বছর ধরে গুরুতর লিউকেমিয়ায় আক্রান্ত। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, ঘরের বাইরে যাওয়াও সম্ভব নয়। আর এ কারণেই ক্লাসের পড়া শেখার জন্য স্তেপান প্রযুক্তির সাহায্য নেয়। তার হয়ে রোবট বন্ধুটি ক্লাস থেকে ওয়েবক্যাম এবং লাউডস্পিকারের সাহায্যে ক্লাসের সব কার্যক্রম অসুস্থ স্তেপানের জন্য সম্প্রচার করে।
আর রোবট স্তেপানের সামনে রাখা একটি স্ক্রিনের সাহায্যে ঘরে থাকা বাস্তব স্তেপেন তার প্রয়োজনীয় প্রশ্ন শিক্ষকদের জিজ্ঞেস করে জেনে নেয়।
স্তেপানের শিক্ষক আলা গেভাক বলেন, ‘আমরা রোবটিকেও স্তেপান বলে ডাকি। ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সে সাধারণ ছাত্রের মতো কাজ শুরু করে এবং খুব সক্রিয়ভাবে পড়াশোনায় অংশ নেয়। গত সেপ্টেম্বর থেকেই রোবটটি স্তেপানকে সাহায্য করে আসছে। ’
রোবট বন্ধুটির বিষয়ে স্তেপান বলে, ‘আমি আমার সুবিধামতো রোবটিকে নিয়ন্ত্রণ করতে পারি বলে মনে হয় যেন আমিই ক্লাসের উপস্থিত আছি। ’
২০০৮ সালে মস্কোর একটি প্রতিষ্ঠান রোবটটি তৈরি করে। দেশের যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের সাহায্যে অর্ডার দিয়ে তিন হাজার ডলারের এ রোবটটি কেনা যায় বলে এ সংক্রান্ত প্রকল্পের সমন্বয়ক ভিয়াচেস্লাভ ক্রাভৎসভ জানান। তবে আপাতত পরীক্ষামূলক এই প্রকল্পের আওতায় স্তেপানের স্কুলকে বিনামূল্যেই রোবটটি দেওয়া হয়েছে।
সূত্র : এএফপি
বাংলাদেশ সময় ১১৫২, জানুয়ারি ২৩, ২০১১