ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

অটুট মনোবলেই সাফল্য মীন রাশির

হারানো প্রিয় জিনিস পাবেন কন্যারাশি

Md.Rezaul Karim | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, জানুয়ারি ৩১, ২০১৪
হারানো প্রিয় জিনিস পাবেন কন্যারাশি

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শনিবার, তারিখ- ০১/০২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল শুভ সংখ্যা: ৬
পারিবারিক সমস্যা কাটিয়ে উঠে চিন্তামুক্ত জীবনে প্রবেশ করবেন। মানসিক জোর আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হবে। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকাদের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে। সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ কাটিয়ে উঠবেন।

টোটকা: সম্ভব হলে নিমগাছ রোপণ করুন। অথবা কোনো নিমগাছের তলায় জল দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
নিজের স্বার্থের ক্ষতি করে বন্ধুকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পরতে হতে পারে। ভুল ব্যক্তিকে নির্ভর করার ফলে সমস্যা জটিল হতে পারে। পরিবারে বিরোধের যোগ আছে। প্রেম নেই। জাতিকাদের ক্ষত্রে অর্থনৈতিক ক্ষতি হবার সম্ভাবনা আছে। নিকট বন্ধুদের সাথে মানসিক দূরত্ব তৈরি হতে পারে।

টোটকা-সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত গোটা বাড়িতে সুগন্ধি ছড়ান।  

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
যাকে শত্রু বলে মনে করছেন সে আপনার বিপক্ষে যাবে না। তবে গুরুত্বপূর্ণ কাজে নির্ভর করার আগে দুই বার চিন্তা করুন। ভাই বা ভাতৃস্থানীয়দের নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের যোগ ক্ষীণ। জাতিকাদের সঞ্চয়ের যোগ আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন। )

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
মতান্তর এবং মতান্তর থেকে পারিবারিক জটিলতার শিকার হতে পারেন। শত্রু সংখ্যা বাড়বে। জাতকদের ক্ষেত্রে গুপ্ত শত্রুর হাতে ক্ষতির যোগ দেখা যাচ্ছে। প্রেম নেই। জাতিকারা পারিবারিক ক্ষেত্রে মানসিক আঘাত পেতে পারেন। দাম্পত্য জীবনে বুদ্ধির অপপ্রয়োগে অশান্তি আসতে পারে।

টোটকা- বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
আপনার করা কোনো মন্তব্য আজকের দিনে আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে গুরুজনদের সামনে কথা বলার সময় বেশি সর্তক থাকুন। প্রেম যোগ আছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। জাতিকাদের ক্ষেত্রে সৌখিন জিনিস কেনার জন্য অর্থ ব্যয়ের যোগ। পারিবারিক শান্তি কোনো বাহ্যিক কারণে বিঘ্ন হতে পারে।

টোটকা- অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সন্তানকে নিয়ে চিন্তার ফলে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না। মাতুলস্থানীয় কোনো ব্যক্তির প্রভাবে আপনি প্রভাবিত হবেন। শারীরিক সমস্যার বাড়তে পারে। সহজে কোনো মানুষকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। প্রেমের যোগ নেই। জাতিকাদের ক্ষেত্রে সন্তানকে শাসন করা নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে। কোমর বা ঘাড়ে ব্যথাজনিত রোগ দেখা দিতে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
অকারণ ভীতির ফলে ঝুঁকি নিতে সক্ষম হবেন না। কটূক্তি বা কড়া বাক্য বিনিময়ের ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। জাতিকারা পারিবারিক সুখ্যাতি পাবেন। তবে প্রেমের ব্যপারে কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার। প্রিয় কোনো জিনিস হারিয়ে যেতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পান পাতা রাখলে উপকার পাবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৮
অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে উন্নতির পথে পা বাড়াবেন। পারিবারিক বিবাদের মীমাংসা হতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়জনিত সমস্যা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিরোধ হতে পারে। জাতিকারা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হতাশ হতে পারেন। প্রেম নিয়ে বিশ্বাসভঙ্গের যোগ আছে। পারিবারিক অশান্তির যোগ দেখা যাচ্ছে।

টোটকা: সম্ভব হলে রক্তজবা গাছ রোপণ করুন। অথবা কোনো রক্তজবা গাছে জল দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
উগ্রতা আয়ত্তে না রাখতে পারলে সমূহ বিপদের মধ্যে পড়তে পারেন। আইনি জটিলতার চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে। বেশি দামি জিনিস-পত্র ব্যবহারের ঝোঁক থাকলে সমস্যা বাড়তে  পারে। প্রেমযোগ আছে। জাতিকারা সামাজিক সুনাম পাবেন। বন্ধুদের মধ্যে কেউ আপনাকে কোনো গোপন বিষয় সম্পর্কে অবহিত করতে পারেন।

টোটকা: হরিতকি এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
কঠিন পরিস্থিতি তৈরি হলেও তার থকে সন্তোষজনক মীমাংসাতে পৌঁছুতে পারবেন। গোপনীয়তার আশ্রয় নিয়ে পারিবারিক সমস্যা সমাধানের দিকে এগোতে হতে পারে। গুরুজনদের পরামর্শে উন্নতির যোগ আছে। প্রেমযোগ আছে। জাতিকাদের কোনো বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন। আর্থিক পুরস্কারের যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
প্রিয়জনদের বাদানুবাদের ফলে মানসিক অবসাদের শিকার হতে পারেন। পরিস্থিতির শিকার হয়ে দুর্নাম কুড়োবার যোগ আছে। পুরনো সমস্যার জেরে নাজেহাল হতে পারেন। প্রেম নেই। জাতিকারা পারিবারিক সমস্যার মধ্যে থাকবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে।

টোটকা: দুধের সাথে অল্প কাঁচা হলুদ মিশিয়ে পান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
অটুট মনোবলের জন্য সাফল্য পাবেন। খাদ্যজনিত সমস্যার ফলে শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। প্রেম আছে। জাতিকারা পৈত্রিক সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পের সঙ্গে যুক্তদের বিশেষ সুযোগ আসতে পারে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।