ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

কর্মক্ষেত্রে ভালো কাটবে ধনু জাতিকাদের

অর্থযোগ শুভ কুম্ভরাশির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, ফেব্রুয়ারি ৫, ২০১৪
অর্থযোগ শুভ কুম্ভরাশির

আজ কেমন যাবে

জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ০৫/০২/২০১৪


মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল শুভ সংখ্যা: ৬
পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও প্রেমের ক্ষেত্রে ব্যথা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব।

তবে অমনোযোগিতার ফলে কাজে বিভ্রান্তির সম্ভাবনা। ব্যবসা শুভ। ছাত্রদের জন্য দিনটি মিশ্র। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা আছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ আছে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দিন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
ব্যবসায় আয় বাড়বে। কর্মক্ষেত্রে শুভযোগ বিদ্যমান। পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। ছাত্রদের জন্য দিনটি কাটবে উৎকণ্ঠায়। পেশাদারদের জন্য আজকের দিন কাটবে ব্যস্ততার মধ্যে। প্রেম নেই। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়বে। বৃষ জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং  সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
পেশাদার বা ব্যবসার সঙ্গে যুক্ত মিথুন জাতকদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বহুপ্রতীক্ষিত কোনো কাজ বা টেন্ডারের ফলাফল আজ প্রকাশ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মধ্যম। ছাত্রদের জন্য আজকের দিনটি শুভ। জাতিকাদের জন্য ধন যোগ আছে। গৃহিণীদের জন্য দিনটি মিশ্র কাটবে।

টোটকা-গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
জাতকের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বন্ধুর আগমনে দিনটি ভালোই কাটবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। ছাত্রদের উচ্চশিক্ষার দরজা খুলতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও কর্মক্ষেত্রে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় মিশ্র প্রভাব। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা আছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ আছে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
কর্মক্ষেত্রে দিনটি শুভ। প্রেম যোগ আছে। শরীর নিয়ে চিন্তা দূর হবে। অর্থ যোগ আছে। সন্তানের শুভ খবর আসতে পারে। ছাত্রদের জন্য শুভ। বিবাহযোগ্যা জাতিকাদের জন্য দিনটি আনন্দের খবর নিয়ে আসতে পারে। বাড়িতে আত্মীয়দের আগমন ঘটতে পারে। বৃশ্চিক জাতিকাদের উপহার বা ধন লাভের যোগ আছে।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
ব্যবসায় অর্থলাভের যোগ। চাকরিতে উন্নতির সম্ভাবনা থাকলেও পরিবারে অশান্তির আশঙ্কা। প্রেমযোগ নেই। ছেলের সঙ্গে মনোমালিন্য। চাকরিপ্রার্থীদের জন্য শুভ। শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থ লাভ হতে পারে। গৃহিণীদের পরিবার নিয়ে দুশ্চিন্তা ঘিরে থাকবে।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
মনের বিশেষ কোনো আশা পূরণ হতে পারে। ব্যবসায় আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে দিনটি শুভ কাটবে। প্রেমযোগ নেই। সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পড়াশুনায় উন্নতির সুযোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। গৃহিণীদের জন্য আজকের দিনটি থাকবে ব্যস্ততায় ভরা।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
ব্যবসায় আয় বাড়বে। নতুন যোগাযোগের সৃষ্টি হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। প্রেমযোগ আছে। গৃহিণীদের দিনটি কাটবে ব্যস্ততায়। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আয়-ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা। চাকরিতে নতুন কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। পরিবারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পরিবারে সমস্যা বাড়লেও কর্মক্ষেত্রে দিনটি শুভ।   

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
প্রিয়জনদের নিয়ে যে চিন্তা রয়েছে তার থেকে মুক্তি পাবেন। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। প্রেমযোগ ক্ষীণ। তবে অর্থ যোগ বর্তমান। জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষায় ইচ্ছুক জাতিকাদের জন্য আসতে পারে শুভ খবর।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামিমী, শুভ সংখ্যা: ১১
ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনহিতকর কাজ-কর্মে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। মীন জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।