ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

আমি তোমায় ভালোবাসি, তাই কামড়াই!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৩, ফেব্রুয়ারি ৫, ২০১৪
আমি তোমায় ভালোবাসি, তাই কামড়াই!

ঢাকা: ভালোবাসা! একধরনের আত্মিক টান থেকে এই ‘ভালোবাসা’র জন্ম! কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যেই ভালোবাসার প্রকাশ ঘটিয়ে থাকেন। কারও প্রতি আত্মিক টান থাকলে কেউ কেউবা নীরবে ভালোবেসে যান।

কেউ আবার সরাসরিই ভালোবাসার প্রকাশ না ঘটিয়ে পারেন না, সেটা ‍আবার ভালোবাসারই কারণে।

বিচিত্র পৃথিবীতে এই ভালোবাসা প্রকাশের ধরনও হাজার রকম। প্রাণী-বয়স-শ্রেণীভেদে বিভিন্নভাবে এই ভালোবাসার প্রকাশ হয়ে থাকে।

তবে, বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গির মধ্যে শিশু বা শাবকের ভালোবাসার প্রকাশ সবচেয়ে বেশি মধুর ও অদ্ভুত হয়ে থাকে। শিশু বা শাবকের ভালোবাসার প্রকাশে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করে, তবু শিশু বা শাবকের ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, বরং তাদের ভালোবাসা প্রকাশের সময় ও দৃশ্যটিই অনেক মধুর ও বিস্ময়কর হয়ে থাকে।

শিশু ও শাবকের ভালোবাসা প্রকাশের এমন কিছু অবর্ণনীয় সুন্দর ছবি প্রকাশ করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ায়।

‘আই বাইট ইউ বিকজ আই লাভ ইউ!’ (আমি তোমায় কামড়াই কারণ আমি তোমায় ভালোবাসি!) শিরোনামে প্রকাশিত ছবিগুলো দেখলে ওই শিশু বা শাবককে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে যে কারোরই মনে।



প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে একটি শিশু তারই কোলে থাকা একটি বিড়ালের বাচ্চার মাথা দু’হাতে চেপে ধরে কামড়ে দিচ্ছে। আর এই ‘কামুড়ে আদর’ চুপ করে নিয়ে যাচ্ছে বিড়ালের বাচ্চাটি।



আরেকটি ছবিতে দেখা যায়, বাচ্চা কুকুরটিকে কাপড়-চোপড় পরিধান করিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। তাকে এতো সুন্দর লাগছিলো যে, একটি শিশু ওই বাচ্চা কুকুরটির পা ধরে কামড়ে দিলো। মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ না পেলেও ছবি দেখে বোঝাই যাচ্ছিল এমন মধুর আদরের যন্ত্রণা থেকে বাঁচতে চায় সে!



অপর একটি ছবিতে দেখা যায়, বাড়ির উঠোনে বসে একটি বাচ্চা কুকুরের সঙ্গে খেলা করছিলো একটি শিশু। খেলতে খেলতেই বাচ্চা কুকুরটির মাথা দু’হাতে চেপে কামড় বসিয়ে দিলো শিশুটি। বেচারা কুকুর নড়া-চড়াই বন্ধ করে দিলো- হয়তো আদর করতে শিশুটির কষ্ট হতে পারে এই ভেবে!



‍সিনহুয়ায় প্রকাশিত শিশু ও শাবকের ভালোবাসা প্রকাশের আরেকটি ছবিতে দেখা যায়, বিছানায় উঠে একটি শিশুকে কামড়াতে চাইলো একটি বাচ্চা বিড়াল। আর যায় কোথায়, শিশুটিও পেয়ে গেলো প্রিয় বন্ধুকে! কামড় বিনিময়ে সেও বাড়িয়ে দিলো নিজের আলতো মুখখানি।



নিষ্পাপ ও মধুর এসব ভালোবাসা বিনিময়ের ছবির একটিতে দেখা যায়, সামনের পা দু’টো শূন্যে ভাসলেও বন্ধুর আদুরে কামড়ে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য চুপ করে সহ্য করে যাচ্ছে সাদা-কালোর ডোরাকাটা একটি বিড়াল।



অন্য একটি ছবিতে দেখা যায়, সোফায় ভর দিয়ে দাঁড়ানো একটি শিশুর কান ধরে কামড়ে ধরেছে একটি কুকুর। আদুরে কামড়ের সুরসুরি অনুভূতিতে মুচকি হাসি ফুটছে শিশুটির মুখে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।