মানুষের মতোই নারী-পাখি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রজনন ক্ষমতা হারাতে থাকে। আবার এমন কিছু পাখি আছে, যারা উপযুক্ত পুরুষসঙ্গী ছাড়া প্রজনন ক্ষমতার বিলম্ব ঘটাতে পারে।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার দুরহামে অবস্থিত ন্যাশনাল ইভ্যুলশনারি সিনথেসিস সেন্টারের সহ-লেখক জোশ অল্ড জানান, ‘বয়সের সাথে সাথে পাখিদেরও প্রজনন ক্ষমতা কমতে থাকে। ’
তিনি বলেন, ‘অপেক্ষাকৃত বয়স্ক নারী-পাখিরা কম ডিম পাড়ে এবং মওসুমের শেষের দিকে ডিম পাড়ে। এতে করে তাদের ছানারাও অপেক্ষাকৃত কম খাবার পেয়ে থাকে। তার বক্তব্য ‘ওইকি’ নামে একটি সাময়িকী প্রকাশ করে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারী-পাখি যে প্রজনন ক্ষমতা হারাতে থাকে এ বিষয়ে বিজ্ঞানীদের কাছে প্রচুর প্রমাণ আছে। কিন্তু পুরুষ-পাখিরা এ ক্ষেত্রে কী ভূমিকা পালন করে থাকে, সে বিষয়ে তাদের কাছে কম তথ্যই রয়েছে।
‘ভাবা হয়, পুরুষ-পাখি এ সময় কী ভূমিকা পালন করে থাকে, সেটা কোনো ব্যাপার নয়’- বলেন জোশ অল্ড।
গবেষকরা দীর্ঘ সময় ধরে ‘ব্লু টিটস’-ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ তথ্য সংগ্রহ করেছেন বলে সাময়িকীটিতে বলা হয়েছে।
১৯৭০ দশকের শেষ দিক থেকে ফ্রেঞ্চ দ্বীপ কোরসিকাতে হাজার হাজার নীল এবং হলুদ বন্য পাখিদের ওপর পর্যবেক্ষণ চালানো হয়েছে।
নিবন্ধ লেখকরা ১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ৬০০ নারী ও ৬০০ পুরুষ পাখির জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেন। প্রাপ্ত তথ্য দেখে তারা আশ্চর্যই হয়েছেন। তারা দেখেছেন, একটি নারী-পাখি কত তাড়াতাড়ি প্রজনন ক্ষমতা হারাচ্ছে, আংশিকভাবে তা নির্ভর করে তার পুরুষ সঙ্গীর ওপর।
জোশ অল্ড আরো জানান, ‘একটা বিষয় হচ্ছে, একটি নারী-পাখির বয়স বা তার পুরুষ সঙ্গী নির্বাচন তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং তার সঙ্গী পুরুষ-পাখিটি অতীতে কী ধরনের পিতৃত্বের ভূমিকা পালন করেছে, সেটি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ’
এ প্রসঙ্গে আরেক সহ-লেখক ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস)-এর অ্যানি চার্মান্টিয়ার বলেন, পুরুষ-পাখির ‘ইতিহাস’ একটি বিচার্য বিষয়।
সূত্র : আইএএনএস
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১